বাংলাদেশের পাশের দেশ ভারতে করোনা ভাইরাস এতটাই মারাত্মক রূপ ধারণ করেছে যে,দেশটির চারপাশে শুধু করোনায় আক্রান্ত রোগীর আহাজারি ই শুনা যাচ্ছে।অক্সিজেনের অভাবেই তো শতশত মানুষ মারা যাচ্ছে দেশটিতে।এমন অবস্থায় শুনা গেলো আরেক দুশ্চিন্তার খবর।
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু এর এক হাসপাতাল থেকে ৩০০০ রোগী নিখোঁজ।কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।তাদের ফোন এর মাধ্যমে যোগাযোগের চেষ্ঠা করা হলে ফোন ও বন্ধ পাওয়া যাচ্ছে।পুলিশ তাদের খোঁজার সর্বাত্মক চেষ্ঠা করে যাচ্ছে,কেননা এসব রোগীরা যেখানেই যাবে সেখানেই কোনোভাবে করোনা সংক্রমণ বেড়ে যাবে।যেখান থেকে হোক আর যেভাবেই হোক,ওই ৩০০০ রোগীকে খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ন হয়ে দাড়িয়েছে ভারত পুলিশ এর কাছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে এ বিষয়ে কথা বলা হলে তিনি জানান,এর আগেও গত বছর এ ধরনের ঘটনা ঘটেছিল।এইবার একই ঘটনা ঘটলেও বিপত্তি হয়েছে অন্য জায়গায়।তারা মোবাইল বন্ধ করে রাখায় তাদের খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে।
