বোরকা পরিধান নিষিদ্ধের একটি আইনের প্রস্তাব অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা মন্ত্রিসভা। আইন খসড়া কমিটির অনুমোদন পেলে খসড়াটি শ্রীলঙ্কার পার্লামেন্টে পাঠানো হবে।গত মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশটির জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারাথ উইরাসেকারার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মার্চে বোরকা নিষিদ্ধে আইন করার কথা জানিয়েছিলেন মন্ত্রী সারাথ উইরাসেকারা।তিনি বলেন,আগেরকার দিনে মুসলিম নারী,তরুণীরা কখনোই বোরকা পড়ত না।এটি ধর্মীয় চরমপন্থার একটি আলামত।বোরকা নিষিদ্ধের এমন সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তখন শ্রীলঙ্কা সরকার জানায়, এটি একটি প্রস্তাবমাত্র এবং সরকার এটি বাস্তবায়নে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
দেশটিতে ২০১৯ সালে সাময়িকভাবে বোরকা নিষিদ্ধ করা হলেও এবার দেশটিতে স্থায়ীভাবে বোরকা নিষিদ্ধ করছে সরকার।