ঢাকা-৭ আসনের সরকারি দল আওয়ামী লীগের সাংসদ হাজী মো. সেলিমের ছেলে ইরফান সেলিম নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় আজ বুধবার জামিন নিয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন ।
আদালতের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি কারামুক্ত হয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন।
তবে গত বছরের ২৫ অক্টোবর রাজধানীর কলাবাগান থানা এলাকায় নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তবে এ সময় ইরফান সেলিমের গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। আর তিনি পরিচয় দিলেও আসামি গাড়ি থেকে নেমে তাঁকে কিল-ঘুষি মারেন এবং মেরে ফেলার হুমকি দেন। ওয়াসিফের স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এ সময় মোটরসাইকেলে থাকা । আর ওই ঘটনায় ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।তার পরে ইরফানকে তাঁর বাসা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইরফান ও তাঁর সহযোগী জাহিদের বিরুদ্ধে পৃথকভাবে চারটি মামলা করে র্যাব অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পরে রাজধানীর চকবাজার থানায় ।অভিযোগে করা মাদক মামলায় এক বছর এবং বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার
মামলায় হাজি সেলিমের পুত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
পাঁচটি মামলা ছিল ইরফানের বিরুদ্ধে।তবে ভ্রাম্যমাণ আদালতের সাজার দুই মামলায় ইরফান নিম্ন আদালত থেকে আগেই জামিন পান। প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা আর এ ছাড়া মাদক ও অস্ত্র আইনে করা দুই মামলায় তাঁকে অব্যাহতি দিয়ে। আর সর্বশেষ মারধরের মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। তবে আপিল বিভাগ জামিন বহাল রাখেন।
আর ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আর গত ২৭ অক্টোবর কাউন্সিলর পদ থেকে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।