মাস্ক পরিধান করার বদলে মুখে পেইন্টিং করার ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার বালি নামক স্থানে।লোকজনদের বোকা বানাতে এমন করেছেন বলে জানিয়েছেন তিনি।
ওই নারী ছাড়াও আরো একজন ছিলেন।ওনারা উভয়েই মুখে মাস্ক না লাগিয়ে রং করে সুপার শপে ঘুরছিলেন।
ওনাদের দুজনকে অনেকক্ষন ধরে লক্ষ করার পর আশেপাশের মানুষদের মনে সন্দেহ হতে শুরু করে।মার্কেটে ঘুরাঘুরির ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হলে তা ভাইরাল হয়ে যায়। লোকজন তাদের এ কাজকে দায়িত্বজ্ঞানহীন ও ঝুকিপূর্ণ কাজ বলেছেন।তাদের ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করে যে , ওনাদের পাসপোর্ট জব্দ করে নিজ দেশে পাঠানোর ব্যাবস্থা করা হয়েছে।