রোজার মৌসুম চলছে এখন,তার উপর গ্রীষ্মকাল।গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারীতে ঠান্ডা শরবত,ফল খেতে কার না ভালো লাগে।রমজান মাসে স্বাভাবিকভাবেই নানা ধরনের ফলফলাদির কদর বেড়ে যায়।গ্রীষ্মকালীন ফল এর নাম নিতে চাইলে সবার আগে যেই ফলের নাম মুখে আসে তা হলো তরমুজ।তরমুজ গ্রীষ্মকালীন ফল হিসেবে অনেক জনপ্রিয়।তবে বর্তমান বাজারে এই জনপ্রিয়তার সুযোগ নিচ্ছেন অনেক অসাধু ফল ব্যবসায়ী,ইচ্ছেমত তরমুজের দাম নির্ধারণ করে বিক্রি করছেন।
এছাড়া দেশের সব জায়গায় কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে।সুযোগ পেয়ে বিক্রেতারাও দাম বাড়িয়ে দিয়েছে।যেখানে ৫ কেজি একটি তরমুজের দাম ৫০ থেকে ৬০ টাকার মধ্যে হওয়ার কথা সেখানে ৫ কেজির একটি তরমুজ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা।বর্তমানে একটি এক কেজি ওজনের তরমুজ কিনতে লাগছে ৫০ থেকে ৬০ টাকা।গত এপ্রিল এর শুরুতে তরমুজ এর দাম ছিল ৩০ থেকে ৪৫ টাকার মধ্যে যা আজ ৮০ থেকে ৯০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।
দাম বেশি হওয়ায় অনেকেই তরমুজ কিনতে পারছেন না বলে জানা গিয়েছে।