ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। আলেক্সিস নামের এক ব্যক্তি পড়ালেখার জন্য মেক্সিকোতে পারি দিয়েছিলেন।ইচ্ছে ছিলো সেখানে লেখাপড়া করে নিজ দেশে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করবেন।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে,মেক্সিকোতে পৌঁছানোর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।তিনি যেই বাড়িতে থাকতেন সেখানে,গোসলের সময় পানির মেশিন বিস্ফোরিত হয়।এতে তার শরীরের ৭০ শতাংশই পুরে গিয়েছিল।পুরে যাওয়া রোগীদের চিকিৎসার জন্য সুনাম রয়েছে এমন একটি সেনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
সেখানে তাকে ২০ দিন কোমায় রাখা হয়।তার শরীরে ১৯ টি অস্ত্রোপচার করা হয়।দীর্ঘ সাত মাস চিকিৎসার জন্য তাকে হাসপাতালেই থাকতে হয়।এছাড়া তাকে তার চিকিৎসার জন্য অনেকের কাছে ঋণ করতে হয়েছিল।
সাতমাস পর ঋণের চিঠি হাতে আসলে তিনি অবাক হয়ে যান। চিঠিটি তে ঋণের পরিমাণ ছিল ২০ লাখ ডলার;যা বাংলাদেশী টাকার মূল্যে ১৬ কোটি টাকা।এত টাকা কিভাবে তিনি পরিশোধ করবেন তা ভেবে পাননি তিনি।বিভিন্ন আইনজীবী,সরকারি কার্যালয় সব জায়গাতে ঘুরেছেন তিনি এর কোনো সমাধান পাওয়ার আশায়।কিন্তু তিনি ব্যর্থ।তারপরেও আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি।