কিছুদিন ধরে ভারতে খুবই করুন দশা চলছে।সোমবারের এক পরিসংখ্যান হতে জানা যায়,২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ ছাড়িয়েছে।প্রতিদিন ই যেনো লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে।বিশেষজ্ঞরা জানিয়েছেন নিকট ভবিষ্যতে এটি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
মৃতের সংখ্যা বাড়লেও দেশটিতে পর্যাপ্ত অক্সিজেন এর অভাব দেখা দিয়েছে।শুধুমাত্র অক্সিজেন এর অভাব এই দেশটিতে বহু মানুষ মারা যাচ্ছে প্রতিদিন।
এমতাবস্থায় সহযোগিতার হাত বাড়ালেন ব্রিট লি।তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে একটি বিটকয়েন দিয়েছেন।ভারতীয় মুদ্রায় যার মূল্য দাড়ায় প্রায় ৪১ লাখ টাকা।তিনি চেয়েছেন,এই টাকার অক্সিজেন কিনে দেশটিতে অক্সিজেন কিনা হোক।
এর আগে গত ২৬ এপ্রিল সোমবার কামিন্স পিএম কোয়ার্চ তহবিলে কামিন্স
৫০ হাজার মার্কিন ডলারের অনুদান দিয়েছিলেন।দেশটির এমন করুন সময়ে বিদেশি ক্রিকেটাররাই আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন।তবে এখন পর্যন্ত কোনো ভারতীয় ক্রিকেটারদের কোনো অনুদান দেওয়ার খবর মেলেনি।