আমাদের অদ্ভুদ একটি অনুভূতি হলো ‘মায়া’।সাধারণত মানুষ হয়ে একজনের প্রতি অন্যজনের মায়া আছে বলে মানুষ সৃষ্টির সেরা জীব।অন্যের প্রতি মায়া মমতা থাকা মানুষের বৈশিষ্ট্যকে উন্নত করে।কিন্তু এই মায়া যদি ভুল ব্যক্তি বা বন্তুর জন্য জন্মায় তাহলে কিন্তু তা ভয়ানক।
আমাদের মনের উপর আমাদের হাত থাকেনা সাধারণত।খুব অকারণেই কাউকে ভালো থাকবে।আবার ভালো লাগার শত কারণ থাকলেও হয়তো কাউকে খুব খারাপ লাগবে।কি জটিল বিষয়,তাই না?তবে ভালোলাগার মানুষ যদি ভুল হয়,কোনো ভুল মানুষের উপর যদি মায়া জন্মায় তাহলে তাতে কষ্ট বৈ সুখের কিছু নেই।এই মায়া আবার তীব্র হয়ে গেলে তখন না আমরা সেই মানুষকে ভুলতে পারি,না তাকে মনের মত করে পেতে পারি।এ এক অদ্ভুত দোটানা।জীবনের এরূপ পরিস্থিতি এককথায় ভয়ংকর।এর থেকে বের হয়ে আসা মুশকিল।
এক্ষেত্রে সমাধান একটাই-মায়া কাটাতে শেখা।ভুল মানুষের উপর জন্মানো মায়া আমাদেরকে কষ্টই দিয়ে যাবে।অনেকে তীব্র অনুভূতির নেশায় এই কষ্টকেই সুখের পূর্বাবস্থা মনে করে এগিয়ে যেতে থাকে।কিন্তু তার সেই হাঁটার কোনো শেষ নেই।সুখের দেখা পাওয়া মুশকিল।
তাই সবচেয়ে ভালো হলো মায়া কাটাতে শেখা।যেই মুহূর্তে আমরা বুঝতে পারব আমাদের অনুভূতি কোনো ভুল মানুষের প্রতি জন্মাচ্ছে সেই মুহূর্তে সেখান থেকে সরে আসাই আমাদের জন্য সবচেয়ে ভালো।হয়তো কষ্ট হবে,সময় লাগবে।কিন্তু এটাই সবচেয়ে ভালো পন্থা।জীবন সবাইকেই দ্বিতীয় সুযোগ দেয়।সেই সুযোগ কাজে লাগাতে না পারা নিজেদেরই ব্যর্থতা।
©দীপা সিকদার জ্যোতি