কলকাতা নাইট রাইডার্সের সামনে খুব বেশি লক্ষ্য ছিল না। তবে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংস মাত্র ১২৪ রানের লক্ষ্যই দিতে পারে কলকাতাকে। তবে সেই লক্ষ্যটা ছুঁতে এউইন মরগানের দলকে খেলতে হয়েছে ১৬.৪ ওভার পর্যন্ত, হারাতে হয়েছে ৫ উইকেট।
শাহরুখ খান কলকাতা এই ম্যাচের আগে পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছিল । প্রথম ম্যাচ সেটি ছিল চেন্নাইয়ে এবারের আইপিএলে কলকাতার । তবে আজকের আগে সবার নিচেই ছিল দুবারের চ্যাম্পিয়নরা আট দলের প্রতিযোগিতারা।পর্বের প্রথম ম্যাচটি জিতে আপাতত তলানি থেকে উঠে এসেছে কলকাতা ও এবারের আইপিএলে আহমেদাবাদ । সমান ৪ পয়েন্ট পেলেও, ছয় ম্যাচ খেলে কলকাতা নেট রান রেটের হিসেবে আছে পঞ্চম স্থানে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের মতোদল ।
অধিনায়ক এউইন মরগান ব্যাট হাতে কাল কলকাতার হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। ইংল্যান্ড অধিনায়ক আজ এক ইনিংসেই ছাড়িয়ে গেছেন তা প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৪৫ রান করে । তবে দলকে জিতিয়ে মরগান ড্রেসিংরুমে ফিরেছেন ৪৭ রানে অপরাজিত থেকে। আর আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে পাড়ি জমানো মরগানের ৪০ বলের ইনিংসটি সাজানো ৪টিতে চার ও ২টিতে ছয়।
তবে মরগান ছাড়া কলকাতার ইনিংসে বলার মতো রান পেয়েছেন রাহুল ত্রিপাঠী। আর ওয়ান ডাউনে নেমে ৩২ বলে ৪১ রান করেছেন ৭ চারে। প্রথম ওভারেই ত্রিপাঠীকে উইকেটে আসতে হয় । তবে মুখোমুখি হওয়া প্রথম বলে কাভারে শাহরুখ খানের হাতে ক্যাচ তুলে দেন নিতীশ রানা। ময়েজেস হেনরিকেস ওভারটি করেছেন । আর দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শুবমান গিল (৮ বলে ৯ রান) ও তৃতীয় ওভারে সুনীল নারাইনও (৪ বলে ০) ফিরে গেলে বিপদেই পড়ে যায় কলকাতা।তবে দলটির রান তখন ৩ উইকেটে ১৭।