সৌদি কর্তৃপক্ষ দেশের শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমে এবার হিন্দু ধর্মের মহাকাব্য রামায়ণ ও মহাভারত অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি যুবরাজ বিন সালমান দেশটির শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ইত্যাদি বিষয়ে পড়ানোর যে পরিকল্পনা নিয়েছেন তারই প্রেক্ষিতে এবার যুক্ত হলো রামায়ণ – মহাভারত।
যুবরাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোদি আরবের শিক্ষকগণ। এর ফলে সৌদি আরবের ভবিষ্যৎ প্রজন্ম অসাম্প্রদায়িক , সহনশীল ও সহাবস্থানে বিশ্বাসী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষক মহাদয়গণ।
সৌদি যুবরাজের পরিকল্পনা, ‘ভিশন ২০৩০ ‘ অনুযায়ী সৌদি আরবের প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী এর আগে ‘ইংরেজি ভাষা শিক্ষা ‘ বাধ্যতামূলক করা হয়েছে। যুবরাজের হাত ধরে সৌদির গতানুগতিক সেই শিক্ষাব্যবস্থায় এখন হচ্ছে আমুল পরিবর্তন।