কাউকে বলো না, “তুমি বদলে গিয়েছো”
আগে নিজেকে জিজ্ঞেস করো,
তার বদলে যাওয়ার পিছনে
তোমার কোনো হাত আছে কি-না!
যদি সত্যিই তেমন কিছু খুঁজে না পাও
তবে তার থেকেই শুনে নাও
তার বদলানোর আখ্যান।
দয়া করে কারো আত্মমর্যাদায়
সামান্যতমও আঘাত করো না,
বিশেষ করে দূর্বল চিত্তের মানুষেরা
এটা নিতে পারে না।
তার ফোঁটায় ফোঁটায় অশ্রুবিন্দুর ভার কিন্তু
কোনো একসময় তোমাকেই বইতে হবে,
যেটা তোমার সহনীয়তার সীমা ছাড়িয়ে
আরও অনেকদূর, বহুদূর চলে যাবে।
পারবে কী তুমি সেই বোঝা বইতে?
কারো ভিতরের আমিত্ব সত্তাকে
অপমান করে টেনে হিচড়ে
বাইরে ছুঁড়ে ফেলে দিও না।
তার নতুন আমিত্ব তোমার হৃদয়ে
বিষাক্ত নখের যে চিমটি বসাবে,
তুমি তা সইতে পারবে না।
তার মাঝে তারই সেই পুরোনো
অস্তিত্বকে তুমি হন্য হয়ে
খুঁজে ফিরবে কিন্তু
তার নাগাল আর পাবে না।
ভাবো প্রিয়ম, ভাবো
নিজের মতো করে।
তোমার জন্য অন্য কারো নেত্রে
একফোঁটা শিশিরও যেন না ঝরে।
Writer: Mahazabin Sharmin Priya