মুখ খুললেন আল্লামা শফীর ছেলে আনাস মাদানী

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির ছেলে ও আঞ্জুমান দাওয়া ইসলাহের আমির আনাস মাদানী চলমান রমজান ও তালাবন্ধকালে দেশের আলেম, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দা করেছেন।

সোমবার (১৯ এপ্রিল) তার প্রতিষ্ঠানের দফতর সম্পাদক মোহাম্মদ সালমান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

এক বিবৃতিতে আনাস মাদানী বলেছেন, ন্যায়বিচারের নামে যাতে নিরপরাধ মানুষকে অহেতুক হয়রানি করা না হয় সেজন্য সরকারকে সতর্ক থাকতে হবে। আমরা আসল অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনারও দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেছেন যে আব্বাজান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ।) এ দেশের কওমী মাদরাসার জন্য আল্লাহর বিশেষ রহমত ছিলেন। তিনি সর্বদা ইসলাম ও মুসলমানদের কল্যাণের কথা ভাবেন। তিনি সকল দলের ও মতামতের সাথে শ্রদ্ধাশীল সম্পর্ক বজায় রেখেছিলেন।

মাদ্রাসাগুলি পুনরায় চালু করার দাবিতে তিনি বলেন, “তালাবন্ধের মাঝেও কওমি মাদ্রাসাগুলির শিক্ষাব্যবস্থার সাথে ন্যায়বিচার করছেন।

Leave a Comment