চলো হারিয়ে যাই,
ঐ ঝুম পাহাড়ের দেশে।
পাতবো ছোট্ট সংসার
ঐ জীর্ণ কুঁড়েঘরে।
চলো হারিয়ে যাই,
ঐ ঘন জঙ্গলে।
ঘুরবো শুধু ইচ্ছে মতো
অরণ্যচারী হয়ে।
চলো হারিয়ে যাই,
ঐ শিউলী বনের মাঝে।
গাঁথবো মালা দু’জনে
পুত্তিকার সুমধুর গুঞ্জনে।
চলো হারিয়ে যাই,
ঐ দুঃখবিহীন শহরে।
আঁখি ভেজা লুকোনো শিশির
মুছে ফেলি দু’জনে।
চলো হারিয়ে যাই,
ঐ বেনোজলে ভেসে।
ঝাঁকে ঝাঁকে জোনাকি যেখানে
জোছনায় স্নান সারে।
চলো হারিয়ে যাই,
ঐ ঘোলাটে কুয়াশার সাথে।
মাখবো হিম শীতল পরশ
হৃদয়ের পুরোনো সেই ক্ষতে।
চলো হারিয়ে যাই,
ঐ শব্দহীন সঙ্গীতে।
ইশারায় বলি কথা
দু’জনে আনমনে।
চলো হারিয়ে যাই,
ঐ শরতের শুভ্র কাশফুলে।
নীলাকাশে উড়বে যারা
স্বাধীনচেতা হয়ে।
চলো হারিয়ে যাই,
ঐ মায়াবী নিশিথে।
পাশাপাশি হাঁটবো দু’জনে
চুপিচুপি ভালোবেসে।
Writer: Mahazabin Sharmin Priya