আজ শনিবার ( ১৭ এপ্রিল) মিয়ানমারের জান্তা সরকার ২৩ হাজার কারা বন্দীর মুক্তির ঘোষণা দিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটির গণতন্ত্রকামী জনগণ বিক্ষোভের শুরু করে জান্তা সরকারের বিপক্ষে। সেই আন্দোলনেই আটক হয় হাজার হাজার মানুষ এবং এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাতশ এর বেশি মানুষ। তবে যাদেরকে মুক্তি দেয়া হচ্ছে তারা নাকি বেশিরভাগই ফেব্রুয়ারী মাসের আগে আটক হয়েছিলেন বলে জানান কারাগারের মুখপাত্র কিয়াও তুন উ। বিক্ষোভকারীদের মুক্তি দেয়া হবে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে তিনি কিছু জানেন না।
এছাড়া গত ফেব্রুয়ারী মাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বন্দীদের মুক্তি দেয় জান্তা সরকার। এবার নববর্ষ উপলক্ষে মুক্তির ঘোষনা দিল জান্তা সরকার। তবে এই নিয়ে মানবাধিকার সংস্থা গুলোর ধারণা যে, জান্তা সরকার আরো বিক্ষোভকারীদের আটক করে কারাগারে ঢুকানোর উদ্দেশ্যেই মূলত জায়গা খালি করছে আগের বন্দীদের মুক্তি দিয়ে।
সূত্র রয়টার্স