রংপুরে কালবৈশাখী ঝড় ও বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে রংপুরের বেশ কয়েকটি জেলায়।তবে কোন নিহত/আহত এর সংবাদ এখনো পাওয়া যায় নাই।
রংপুরের স্থানীয় সময় রাত ১১ দিকে প্রবল বাতাশ শুরু হয়। রাত ১১টায় রংপুরসহ দিনাজপুর ও লালমনিরহাট এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪ মিলিমিটার। জেলার বিভিন্ন স্থানে ঝড়ের খবর পাওয়া গেছে। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রংপুরের লালবাগের স্থানীয় সমীর উদ্দিন রংপুর ডেইলীকে বলেন, গতকালকের বাতাশে আমার ১টি গাছ পড়ে গিয়েছে আল্লাহর রহমতে আমার বাড়ির ও মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই।
স্থানীয় আরও কিছু লোকের সাথে কথা বলে দেখা গিয়েছে যে প্রচন্ড বাতাশে অনেকের গাছ পড়ে গিয়েছে। গাছ পড়ার কারণে হয়তো বিদ্যুৎ সংযোগ ব্যহত হয়েছে।
বিদ্যুৎ কখন আসবে এ ব্যপারে জুরুরী রংপুর বিদ্যুৎ সেবায় ফোন করলেও তাদের কে ফোনে পাওয়া সম্ভব হয় নাই। বিগত আমাদের অভিজ্ঞতা তেকে ধারণা করা যায় যে, দুপুর ১২ টার ভিতরে বিদ্যুৎ পাওয়া যেতে পারে।