গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন শিশুসহ আরও তিনজন।
বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় কাভার্ডভ্যান চাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্কুল শিক্ষক আনিছুর রহমান (৩১), তার মা রেহেনা বেগম (৪৪), স্ত্রী রাজিয়া সুলতানা ও শ্যালক জাহিদ।
স্থানীয়রা জানান, বিকালে গোবিন্দগঞ্জ থেকে ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি অটোভ্যান কালিতলা বাজারের দিকে যাচ্ছিল। পথে কালিতলা এলাকায় একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ৭ জন আহত হন।
আহতদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অটোভ্যান যাত্রী জাহিদকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : অনাবৃষ্টিতে আম ঝরাতে স্বপ্ন পূরণে দিশেহারা চাষিরা
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনিছুর রহমান মারা যান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনিছুর রহমানের মা ও স্ত্রী মারা যান। দুর্ঘটনায় আহত আনিছুর রহমানের এক বছরের শিশুসহ ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।’