ঘনিষ্ট বন্ধু রনি ও জনি দুই জনে। এক সাথে দৌড় প্রতিযোগীতায় অংশ নিলদুই জনে। তবে দেখা গেল রনি বন্ধুটি প্রথম হল আর জনি কিছুই হতে পারেনি । তবে যেহেতু রনি প্রথম হয়েছে সুতরাং তার মাঝে জয়ের সুখ বিরাজ করাটাই স্বাভাবিক। তবে জনির মনের অবস্থা একটু ভালো হতে পারেনি।
১) নেতিবাচক : দুঃখের কষ্টের,হতাশাই ব্যার্থতার চিরাচরিত খারাপ জনির।
২) ইতিবাচক :- যা হয়েছে ভালোই হয়েছে, আসলে রনির মানসিক শারীরিক, পারিবারিক, সামাজিক অবস্থা আমার মত না জনি ভাবতে পারে এই ভাবে বিষয় টা। ।আর ও যদি হেরে যেত তাহলে দ্বিতীয়বার হয় তো প্রতিযোগিতায় অংশ নিত না সে। আর আমি তো ওর চেয়েও অনেক বেশি সাহসী, আমার সাথে আমার পরিবারের ভালোবাসার,বন্ধুদের সহযোগীতা আছে। আর আমি এর পরের বার দৌড় প্রতিযোগীতায় অংশ নিব এবং ফাষ্ট হব আর যদি নাও হই তাহলেও কোন সমস্যা নাই।আর আমি জীবনের দৌড়ে ওর চেয়ে এগিয়েই থাকব। তবে রনিকে জেতার সুযোগ করে দিয়ে আসলে আমিই জিতেছি ।
একটা মাত্র জীবনে কতবার হারবেন ? এটা কোন বিষয় না । হার জিত নিয়ে জীবন মানুষের ।আমরা বিজয়ী হবার জন্যই জন্মেছি হয়ত কেউ আগে হয় বা কেউ পরে এত টুকুই মনে রাখতে হবে ।
Reporter :Farjana akter