আপনার মুখের ব্যাপারে কতটুকু জানেন?

আমাদের মুখমন্ডল আমাদের প্রত্যেকের কাছেই ভীষণ স্পর্শকাতর।মুখটা সুন্দর রাখতে আমাদের চেষ্টার কমতি নেই।তবে প্রত্যেক মুখই কিন্তু সুন্দর।কারণ তা সৃষ্টিকর্তার সৃষ্টি।আমাদের মুখের গঠন নিয়েই আজ কথা হবে।

আমাদের মুখমন্ডলে তিন ধরনের মাসল থাকে।
১.চোখের চারপাশের মাসল
২.নাকের মাসল
৩.মুখের মাসল (ঠোঁট ও গাল)
চোখের চারপাশে আবার তিন ধরনের মাসল থাকে-
১.অরবিকুলারিস অকুলি
২.লিভেটর পালপিব্রা সুপিরিয়রিস
৩.করুগেটর সুপারসিলি
নাকেও থাকে তিন ধরনের মাসল-
১.প্রোসেরাস
২.ন্যাজালিস
৩.ডিপ্রেসর সেপটি
আর মুখে থাকে সাত ধরনের মাসল-
১.অরবিকুলারিস অরিস
২.লিভেটর মাসল
৩.জাইগোমেটিকাস মাসল
৪.ডিপ্রেসর মাসল
৫.রাইসোরিয়াস
৬.মেনটালিস
৭.বাক্সিনেটর
এই মাসলগুলো আমাদের বিভিন্ন মুখভঙ্গিতে অংশগ্রহণ করে থাকে।
যেমন-
★হাসির এক্সপ্রেশনে সাহায্য করে জাইগোমেটিকাস মাসল।
★কান্নার এক্সপ্রেশনে সাহায্য করে লিভেটর ল্যাবাই সুপিরিয়রিস, লিভেটর এঙ্গুলি অরিস,ডিপ্রেসর এঙ্গুলি অরিস এবং জাইগোমেটিকাস মাসল।
★রাগান্বিত মুখভঙ্গি দিতে সাহায্য করে ডায়ালেটর ন্যারিস এবং ডিপ্রেসর সেপটিস।
এরকম বিভিন্ন মুখভঙ্গিতে বিভিন্ন মাসল অংশগ্রহণ করে থাকে।

আমাদের মুখমন্ডলে দুই ধরনের স্নায়ু সংবহন ঘটে।১.চেষ্টীয় ও ২.সংবেদী।
চেষ্টীয় সংবহন পায় ফেসিয়াল স্নায়ুর ৫টি শাখা দিয়ে-
১.টেমপোরাল শাখা
২.জাইগোম্যাটিক শাখা
৩.বাক্কাল শাখা
৪.সারভাইকাল শাখা
৫.প্রান্তীয় ম্যান্ডিবুলার শাখা
আর সংবেদী সংবহন পায়-
*অপথ্যালমিক
*ম্যাক্সিলারি
*ম্যান্ডিবল নামক স্নায়ু দ্বারা।

আমাদের মুখেও রক্ত সংবহনের দরকার আছে।এই রক্ত সংবহন মূলত তিন ধরনের ধমনীর তথা artery এর মাধ্যমে হয়ে থাকে।সেগুলো হলো-
i.Facial artery
ii.Transverse facial artery
iii.Cutaneous branch of trigeminal nerve.

এই হলো আমাদের মুখমন্ডলের আদ্যপান্ত।মুখের সব মাসল, ধমনী, শিরা, স্নায়ু কি সুন্দর সজ্জায় সজ্জিত থেকে মুখের কার্যকলাপ ঠিকভাবে বজায় রাখছে।তাই বলা যায়, আমাদের প্রত্যেকের মুখই সুন্দর।সুন্দর আমরা সবাই।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment