Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    ভারতে ৪৫৩ কর্মী ছাঁটাই করেছে গুগল

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকFebruary 17, 2023No Comments2 Mins Read
    ভারতে ৪৫৩ কর্মী ছাঁটাই করেছে গুগল

    গুগল ইন্ডিয়া ৪৫৩ কর্মীকে বরখাস্ত করেছে। বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়ে কর্মীদের মেইল করা হয়। এর আগে সারা বিশ্বের প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল গুগল। এনডিটিভির সংবাদে বলা হয়েছে, এই ৪৫৩ জন ১২ হাজারের অংশ কি না, তা এখনো নিশ্চিত নয়।

    গুগল ইন্ডিয়ার প্রধান ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্ত বৃহস্পতিবার মধ্যরাতে কর্মীদের মেইল করে এই ছাঁটাইয়ের কথা জানান। এদিকে গুগলের বৈশ্বিক প্রধান সুন্দর পিচাই বলেছেন, কোম্পানির প্রবৃদ্ধির হার কমে যাওয়ায় এই ছাঁটাই করতে হচ্ছে।

    গত মাসে গুগলের প্রধান সুন্দর পিচাই প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেন। ওই সিদ্ধান্তের দায় সম্পূর্ণভাবেই তাঁর বলেও জানিয়েছিলেন পিচাই। কিন্তু আয় বা রাজস্ব কমে যাওয়ার দোহাই দিয়ে কর্মীদের ছাঁটাই করা হলেও পিচাইয়ের ‘দুর্দান্ত পারফরম্যান্স’-এ খুশি হয়ে গত ডিসেম্বর মাসে গুগল তাঁর বেতন বিপুল হারে বাড়িয়েছে। এক দিকে নিজের বেতন বৃদ্ধি আর অন্য দিকে বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই—এই বাস্তবতায় পিচাইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে কোনো কোনো মহল।

    ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সময় পিচাই দাবি করেছিলেন, এত ছাঁটাইয়ের কারণ হলো অতিরিক্ত নিয়োগ।তাঁর ভাষ্যমতে, মহামারির দুই বছরে প্রচুর কর্মী নিয়োগ দিয়েছে গুগল। অর্থনৈতিক মন্দার সময় এই ছাঁটাই প্রক্রিয়া কোম্পানির প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলেও তিনি দাবি করেছিলেন।

    জানুয়ারি মাসে গুগলের কর্মীদের ‘গুগলার’ বলে সম্বোধন করে মেইল করেছিলেন পিচাই। তিনি লিখেছিলেন, ‘সবাইকে একটি খারাপ খবর দেওয়ার আছে। গুগল থেকে ১২ হাজার কর্মীকে ছেঁটে ফেলা হচ্ছে। এ জন্য আমি সত্যিই দুঃখিত। আমি জানি, এটা কতটা কঠিন। এত দিন সবার প্রচেষ্টায় আমাদের কোম্পানি সাফল্যের পথে হেঁটেছে। সবার অবদান প্রকৃত অর্থেই অনস্বীকার্য। ছাঁটাইয়ের এই সিদ্ধান্তের দায় সম্পূর্ণভাবে আমার। গত দুই বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তায় আমরা বিনিয়োগ করেছি। মান বজায় রাখার পাশাপাশি পরিষেবা খাতেও উন্নয়ন বজায় রেখেছি।’

    শুধু গুগল নয়, সম্প্রতি অন্যান্য বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলোতেও চলছে কর্মী ছাঁটাইয়ের মচ্ছব। মাইক্রোসফট কিছুদিন আগেই ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। ফেসবুকও ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে। টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পর ৬০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন। অ্যামাজনও ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে।

    জানুয়ারি মাসে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, সে মাসে গড়ে প্রতিদিন তিন হাজার কর্মী ছাঁটাই হয়েছে প্রযুক্তি খাতে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে সব মিলিয়ে প্রযুক্তি খাতের কোম্পানিগুলো থেকে প্রায় দেড় লাখ কর্মী ছাঁটাই করা হয়।

    ছাঁটাইয়ের পেছনে বিশ্লেষকেরা দুটি কারণ চিহ্নিত করেছেন। প্রথমত, করোনা মহামারির সময় মানুষের প্রযুক্তির ব্যবহার বাড়ায় বিপুল কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু এখন আর তাঁদের প্রয়োজন হচ্ছে না। দ্বিতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এই খাতে বিপুল বিনিয়োগ করছে প্রযুক্তি কোম্পানিগুলো। সে জন্য ছাঁটাই করতে বাধ্য হচ্ছে তারা।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.