স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আন্দোলনের নামে ঢাকার রাস্তা দখলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আন্দোলনের নামে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা থেকে রাজনৈতিক দলকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার রাজধানীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ রাস্তা অবরোধ করার চেষ্টা করলে এবং আন্দোলনের নামে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা যা প্রয়োজন, তা করবে। তারা যদি স্বল্প সময়ের জন্য কর্মসূচি পালন করে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই।’
আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল এবং জাতীয় নির্বাচনের আগে তারা অনেক বিষয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্যান্য দল রয়েছে, যারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে। এতে আমাদের কোনো সমস্যা নেই।’