মোঃ আমির হোসেন
চাইনা বলতে কিছু,
ভাষা যে হারিয়ে ফেলেছি।
চাইনা দেখতে কিছু,
দৃষ্টি খুইয়ে ফেলেছি।
চাইনা ভাবতে কিছু,
বিবেক কে বদ্ধ করেছি।
করতে পারিনা কিছু,
শক্তি যে ক্ষয়ে ফেলেছি।
চলতে পারি না যে,
নিজেকে পঙ্গু করেছি।
বন্ধ করেছি কর্ণগহর,
শুনতে হয়না আর্তনাদ কারও।
নিজেকে গুটিয়ে নিতে,
হতে পেরেছি স্বার্থপরও।
তোমাদের রাজ্যে তোমরা,
কর রাজত্ব যত পারো..
কর ধর্ষণ কর সম্ভ্রম হানি,
পেশীর কাছে নত করে
সকল মা বোন ভগ্নি।
কর অনাচার, কর অত্যাচার,
আমরা করিব না কোনও আলাপাচার।
নিরব থাকিব আর খুঁজিব পথ
তোমাদের ছাড়াবার।
এইতো আমরা সমাজপতি
আইনবিদ আর নেতানেত্রী।
মা তুমি দাও অভিশাপ,
বোন তুৃমি দাও ধিক্কার,
ভগ্নি তুমি করও হাহাকার,
নিরবে পালাতে চাই আমি
বেঁচে থাকার নাই যে অধিকার।
বেঁচে থাক হিংস্র সব
মানুষ রুপী জানোয়ার।