বোনেরা, আল্লাহ তায়ালা আপনাদের যোগ্যতা দিয়েছেন, উচ্চতা দিয়েছেন, হয়ত উচ্চতার সাথে মানানসই শারীরিক গঠন দিয়েছেন – এটা নেয়ামত।
.
নেয়ামত দেওয়া হয়েছে শোকরিয়া আদায়ের জন্য। আপনি আল্লাহ’র কাছে শোকরিয়া করবেন, আর আল্লাহ পাঠানো পর্যন্ত নির্দিষ্ট একজনের জন্য রিজার্ভ রাখার জন্য। নির্দিষ্ট একজনকেই শো করার জন্য। মাসিক ১৫-২০ হাজার টাকার চুক্তিতে বিক্রয় করার জন্য নয়। নিজেকে প্রদর্শন করে টাকা দরকার তো নেই।
.
আপনি আওরাহ। আপনি রত্ন। আপনি মুল্যবান। নিজেকে সস্তা করে দিবেন না। ডাল ভাত খেয়ে থাকবেন, অভুক্ত থাকবেন তবুও নারী স্বত্ত্বা ব্যবহার করে উপার্জনের পথে হাঁটবেন না।
.
পর্দার উদ্দেশ্য সৌন্দর্য্য গোপন করা। পর্দার উদ্দেশ্য আপনার দিকে যেন পর পুরুষের তাকাতেই ইচ্ছে না হয় এভাবে পর্দা করা। আপনি হেঁটে গেলে কিশোরী গেলো না বয়স্কা গেল কেউ বুঝবেনা এটাই পর্দা। হয়ত এতটাও অনেকের পক্ষে সম্ভব হয়না। তবে অন্তত এটা মানা যায় না যে,
পর্দার বিধান এটা নয় যে আপনি নিজেকে আবৃত রেখে সব করবেন, সবাই আপনাকে দেখবে।
.
পর্দা করে মডেলিং হয় না। আপনারা আল্লাহ তায়ালার এমন এক সৃষ্টি যাকে পর্দারত অবস্থাতেও পর্দার মধ্যে রাখাই সৌজন্য। পর্দার মাল্টি ইনসুলেশন যেখানে থাকবে।
আপনি তো পণ্য নন, যে পণ্যের সাথে আপনারও বিজ্ঞাপন লাগবে। জীবনে টাকাই সব নয়। টাকার লোভ সামনে আসবে, কিন্তু মনে রাখবেন, আপনি অনেক টাকার থেকেও মুল্যবান।
আপনি হলিউড বলিউড এর তারকার থেকে মুল্যবান। তাদেরকে টাকা দিয়ে স্টেজে মডেলিং করানো যায়, কিন্তু আপনাকে টাকা দিলে করবেন? করবেন না।
.
আপনি নিজেকে শো করবেন না, আর যারা শো করতে বলে তাদের অনুসরণ করবেন না। এই দুনিয়ায় কেউ আপনাদের অনুসরণীয় নয়, উম্মে মুমিনীন ছাড়া।
.
আল্লাহ’র কাছে সিভি (দুয়া) ড্রপ করুন। তিনিই আপনার রিজিক দাতা। তিনিই আপনার জন্য উত্তম ব্যবস্থা করার জন্য যথেষ্ট।
আপনি একজন আমাতুল্লাহ, আমাতুল্লাহ দের সাথে মডেলিং শব্দটাই যায় না। শব্দ দুটো পাশাপাশি বসেনা। কীভাবে বসে ?! আমাতুল্লাহ মানে আল্লাহ’র বান্দী আর মডেল একটা শিল্প, সবার সামনে আসা, হাঁটা, ছবি তোলা।
.
আল্লাহ’র বান্দী এমন হতে পারে? আল্লাহ’র বান্দীরা সবার সামনে আসতে পারে? টাকা দিয়ে তাদেরকে ক্যামেরা ভিডিও এর সামনে আনা সম্ভব?
.
বেশি কিছু বললাম না। ইশারায় যথেষ্ট।
– শাহ মুহাম্মদ তন্ময়