Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    Health

    শীতে চুলের যত্নে কিছু টিপস

    মেহেজাবীন শারমিন প্রিয়াBy মেহেজাবীন শারমিন প্রিয়াDecember 15, 2022Updated:January 25, 2024No Comments3 Mins Read
    IMG_20221215_153708

    শীত চলে এসেছে। শীতের শুষ্ক আবহাওয়ার দরুন ত্বক ও চুলের জন্যও চাই বাড়তি যত্ন। কারণ এই সময় চুল পড়ার প্রকোপ বেড়ে যায়, মাথায় চিরুনি চালালেই উঠে আসে মুঠো ভর্তি চুল। এছাড়া, খুশকি, চুলের আগা ফাঁটা থেকে শুরু করে চুল হয় রুক্ষ।

    চুল ভালো রাখতে চান? জেনে নিন কিছু টিপস।

    ১। প্রথমত, চুল ভালো রাখতে আপনাকে নজর দিতে হবে আপনার খাবারের প্রতি। আপনার শরীরে পুষ্টিমান বজায় থাকলে চুলও হয়ে উঠবে সুন্দর। তাই আপনার খাদ্যতালিকায় যোগ করুন সবধরণের ফল ও লাল, সবুজ শাক ও সবজি। এই শীতে টাটকা ফল থেকে শুরু করে নানা রকমের সবজি অহরহ পাওয়া যায়।

    আপনাকে ডে টু ডে একটি স্বাস্থ্যকর ডায়েট রুটিন রাখতে হবে। তাতে অবশ্যই ভাতের পরিমাণ কম রেখে ফলমূল, মাছ ও শাক সবজির পরিমাণ বাড়িয়ে দিবেন।

    তাতে, চুলের পাশাপাশি আপনার ত্বকও হয়ে উঠবে কমনীয়।

    ২। চুল পরার অনেক কারণ থাকতে পারে। কারো পুষ্টিজনিত কারণে চুল পড়ে, কারো আবার খুশকির কারণে চুল পড়ে। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কোন কারণে চুল পড়ছে। সেই কারণ বের করে যথাযথ ব্যবস্থা নিলেই চুল পড়া কমে যাবে।

    ৩। শীতের সময় বেশিরভাগ মানুষই পানি কম পান করে। এটা ঠিক নয়। এর কারণে শরীরে অনেক সমস্যা দেখা দেয়। চুল পড়াও হতে পারে এর একটি কারণ। তাই স্বাভাবিক নিয়মেই পার ডে ৬-৮ গ্লাস পানি পান করুন। ঠান্ডা পানিতে অসুবিধা হলে খানিকটা গরম পানি মিশিয়ে পান করুন।

    ৪। মাথার স্ক্যাল্প যেন পরিষ্কার থাকে, সেদিকটা খেয়াল করবেন। কারণ মাথার স্ক্যাল্পে ময়লা জমার কারণে খুশকি হয় আর খুশকির প্রকোপ বাড়লেই চুল পড়া শুরু হবে।

    ৫। প্রতিদিন শ্যাম্পু করবেন না। প্রতিদিন শ্যাম্পু করলে স্ক্যাল্প থেকে ন্যাচারাল অয়েলও চলে যায় আর স্ক্যাল্প শুষ্ক হয়। এটা চুলের জন্য ক্ষতিকর। তাই সপ্তাহে ২ থেকে ৩দিন অন্তর অন্তর শ্যাম্পু করবেন।

    ৬। চুলে শ্যাম্পু করার ক্ষেত্রে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। অথবা বাসায়ই বানিয়ে নিতে পারেন ন্যাচারাল শ্যাম্পু।

    ৭। প্রতিদিন চুল ভেজাবেন না। আর চুল যেদিন ভেজাবেন ঐদিন অবশ্যই চুলে কন্ডিশনার লাগাবেন। চুলের জন্য পানি অনেক ক্ষতিকর। তাই গোসলের সময় চুল বেঁধে নিয়ে এরপর গোসল করবেন।

    ৮। চুল ধোয়ার ক্ষেত্রে মিনারেল ওয়াটার বা ফুটানো পানি বেশি উপকারী। অনেক সময় সাপ্লাইয়ের পানিতে নানারকম ময়লা বা জীবাণু থাকে, সেগুলো চুলে আটকা পড়ে। এরপর মাথার স্ক্যাল্পে গিয়ে সেগুলো সংক্রমণ করতে পারে।

    ৯। হট অয়েল আর মাসাজ চুলের জন্য অনেক উপকারী। যে তেল দিবেন, সেটি একটু গরম করে চুলে দেয়ার চেষ্টা করবেন। আর তেল ছাড়াও মাথার স্ক্যাল্প আঙ্গুল দিয়ে (নখ দিয়ে নয় কিন্তু) ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন। তাতে মাথায় রক্ত সঞ্চালনের পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে।

    ১০। সর্বশেষ টিপস হলো, কাঠের চিরুনি ব্যবহার করুন। চুল পরা অনেকাংশে কমে যাবে।

    উপরোক্ত টিপসগুলো মেনে চললে আশা করি, আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে।

    লেখাঃ মেহেজাবীন শারমিন প্রিয়া

    মেহেজাবীন শারমিন প্রিয়া
    • Website

    আমার নাম মাহাজাবিন শরমিন প্রিয়া। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর করেছি। ইসলাম, প্রযুক্তি এবং গণিতসহ বিভিন্ন বিষয়ে লেখালেখিতে আমার গভীর আগ্রহ রয়েছে। আমার জ্ঞান ও দক্ষতা দিয়ে আমি পাঠকদের জন্য অর্থবহ ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। মাহাজাবিনের লেখা বিষয়বস্তু তথ্যসমৃদ্ধ এবং পাঠকের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বৃদ্ধিতে সহায়ক হিসেবে প্রমাণিত হয়।

    Related Posts

    সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ

    November 10, 2025

    গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড

    November 8, 2025

    ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল

    November 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.