আর কিছুই জানবে না

আমার কষ্ট হচ্ছে হোক তুমি আর জানবে না।

চোখের কোলে উপচে পড়া অশ্রুকথন তোমাকে আর শোনাবো না।

লালচে চোখের ইতিকথা তোমাকে আর পড়তে হবে না।

 

অশ্রু শুকিয়ে যাওয়ার দাগ তুমি আর বুঝতেই পারবে না।

নিয়মের পাবন্দি করা তনয়া কেন অনিয়মে বন্দী হলো তুমি আর জানবে না।

 

কষ্ট চেপে ঠোঁটে ঝুলিয়ে রাখা মিথ্যে হাসির রহস্য তুমি আর খুঁজে পাবে না।

কনসিলারে লুকানো ডার্ক সার্কেলে কত বেদনার আঁচড় তোমার তা কখনই জানা হবে না।

 

হ্যাঁ, তোমার অনেক কিছুই আর জানা হবে না। আমিই জানতে দিব না। বেদনার অনলে দগ্ধ আমির ঝলসানো চেহারা কখনই আর তোমার সামনে প্রকাশ করব না।

 

তুমি ভালো থেকো কৃত্রিম আমিকে নিয়ে। অকৃত্রিম আমি বিষাদ বিলাবো আকাশ পানে চেয়ে।

 

|| আর কিছুই জানবে না ||

~মেহেজাবীন শারমিন প্রিয়া 

এক.বারো.বিশ

বেলা বারোটা

 

Leave a Comment