হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পিত্তথলিতে পাথর হয়েছে।
সংগঠনের দায়িত্বশীল সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে মুহিব্বুল্লাহ বাবুনগরী কিছু খেতে পারছিলেন না। তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন। এ অবস্থায় গত ৩০ সেপ্টেম্বর তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ বোধ করলে গত সপ্তাহে বাবুনগরী বাসায় ফেরেন। এর মধ্যে আবার অসুস্থ হয়ে পড়লে গতকাল রোববার তাঁকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কাল মঙ্গলবার তাঁর পিত্তথলি থেকে পাথর অপসারণে অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে।
আজ সোমবার হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সংগঠনের আমিরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে হেফাজতের মহাসচিব বলেন, ‘বাংলাদেশের আলেম সমাজের মুরব্বি শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আমরা ওনার পূর্ণ সুস্থতার জন্য দেশ-বিদেশের দ্বীনদার মুসলমানদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদের পথপ্রদর্শককে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।’