Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    তাকরিমের সাফল্যে ভাদ্রা গ্রামে খুশির জোয়ার

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকSeptember 23, 2022No Comments2 Mins Read
    তাকরিমের সাফল্যে ভাদ্রা গ্রামে খুশির জোয়ার

    সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম (১৩)। তার এ সাফল্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে খুশির জোয়ার বইছে।

    গ্রামের সন্তান তাকরিমের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন গ্রামের সর্বস্তরের মানুষ। তাঁরা বলছেন, তাকরিম শুধু ভাদ্রা গ্রাম বা নাগরপুর উপজেলা নয়, পুরো জেলাকেই সম্মানিত করেছে।

     

    সৌদির বাদশাহ আবদুল আজিজের নামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের বড় ও মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। এবার ছিল প্রতিযোগিতার ৪২তম আসর। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১৫৩ জন কোরআনে হাফেজ অংশ নেন। স্থানীয় সময় গত বুধবার রাতে মক্কায় বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকরিমকে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ-বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখ। ১০ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতা ২১ সেপ্টেম্বর শেষ হয়। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১৫ প্রতিযোগীকে ২৭ লাখ রিয়াল পুরস্কার দেয় কর্তৃপক্ষ।

    ভাদ্রা গ্রামের বাসিন্দা মো. সম্রাট বলেন, ‘তাকরিম আগেও একটি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে। এবার সৌদি আরবে যাওয়ার পর থেকে গ্রামের মানুষ তার সাফল্যের আশায় বসেছিল। তাকরিম গ্রামবাসীর সেই আশা পূরণ করেছে। সে আমাদের গর্ব। তার সাফল্যে পুরো টাঙ্গাইল জেলা সম্মানিত হয়েছে।’

    স্থানীয় বাসিন্দারা জানান, তাকরিমের সাফল্যের খবর গ্রামে পৌঁছানোর পর তাদের বাড়িতে গিয়ে অনেকেই তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দ ভাগাভাগি করেন।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বেল্লাল হোসেন বলেন, তাকরিম দেশের জন্য সম্মান বয়ে এনেছে। আগেও লিবিয়া থেকে পুরস্কার নিয়ে আসার পর ভাদ্রা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবারও তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে। ভাদ্রা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ শাহ আলম বলেন, তাকরিম আগামী বুধবার গ্রামে আসবে বলে জানা গেছে। তাকে অভ্যর্থনা জানাতে সবাই প্রস্তুত হয়ে আছে। সে দেশের জন্য সম্মান বয়ে এনেছে।

    এর আগে ১৬ জুন লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৪০টি দেশের মধ্যে তাকরিম সপ্তম স্থান অর্জনের পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা লাভ করে। এ ছাড়া গত ৫ মার্চ ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২৯টি দেশের মধ্যে তাকরিম প্রথম স্থান অর্জন করে।

    প্রসঙ্গত, তাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার ছাত্র। তার বাবা হাফেজ আবদুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক। মা গৃহিণী। তার কৃতিত্বের জন্য মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও গুলশান সোসাইটি মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

     

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.