Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের দাবি চরমোনাই পীরের

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকJune 5, 2022No Comments3 Mins Read
    নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের দাবি চরমোনাই পীরের

    জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

    একই সঙ্গে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী মোতায়েন, নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা প্রদান, ইভিএম পদ্ধতি বাতিল করে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ও বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তিনি।

    শনিবার বিকেলে বগুড়ার সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

    সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ তৈরি এবং রাজনৈতিক দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে। দুর্নীতি করে যাঁরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাঁরা জাতির শত্রু। দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনব্যবস্থা নিশ্চিত করতে হবে।

     

    ৯২ শতাংশ মুসলমানের দেশে মদকে সহজলভ্য করতে প্রজ্ঞাপন জারি করে সরকার যুব সমাজ ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি বলেন, যাঁরাই ক্ষমতায় যাচ্ছেন, তাঁরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দেশের সম্পদ লুটপাট করছেন। স্বাধীনতার ৫১ বছরেও মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া হওয়ায় সাধারণ মানুষ এখন দিশাহারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ এ সরকারের পদত্যাগ করা উচিত।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আবদুল হক আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দলের পক্ষ থেকে ১৫ দফা দাবি তুলে ধরেন।

    নির্বাচনকালীন সরকার গঠন ছাড়াও তাঁদের অন্য দাবির মধ্যে রয়েছে যেকোনো মূল্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা, দেশে মদসহ সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ করা, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিশুদের জন্য নামাজ শিক্ষা ও কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষা সিলেবাস থেকে ধর্মবিরোধী ও অবৈজ্ঞানিক সব লেখা বাদ দেওয়া, কারাগারে থাকা আলেম-ওলামাদের মুক্তি, সব রাজনৈতিক দলের জন্য সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচি ও বাক্‌স্বাধীনতা উন্মুক্ত করে দেওয়া।

    সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় নেতা সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ আল আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া জেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন, সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতি মুহিবুল্লাহ, পাবনা পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ, রাজশাহী জেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ, নাটোর জেলা সহসভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম, পাবনা পূর্ব জেলা সভাপতি মাওলানা সুলাইমান, জয়পুরহাট জেলা সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মাওলানা আলী আহমদ, বগুড়া জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.