আমি ভুলগুলোকে ফুলের মালা ভেবে গলায় পরেছিলাম,
কল্পনাকে দিয়েছিলাম বাস্তব রূপ।
অপেক্ষার দেয়াল ডিঙিয়ে ফিরে দেখি,
তুমি আর আমাতে নেই অন্য কোনো মুক্তোর সন্ধানে দিয়েছো ডুব।
আমি কষ্টের সুঁই হাতে ফুঁড়ে সুখকাঁথা বুনেছিলাম,
আঁধার মনে জ্বেলেছিলাম আশার আলো।
সময়ের পরিক্রমায় বোহিমিয়ান হয়ে ঘুরে এসে দেখি,
সাজানো মনের সবকিছুই তচনচ আর ভীষণ অগোছালো।
আমি দিনের সিঁড়িতে দাঁড়িয়ে সায়াহ্নের অপেক্ষায় পথ চেয়েছিলাম,
দক্ষিণা হওয়ায় খুলে দিয়েছিলাম দোর।
স্মৃতির পাতায় নিবিষ্ট চোখের কপাট খুলে দেখি,
রাত্রির বিভীষিকা শেষ না হতেই নেমে এসেছে শান্ত-সৌম্য ভোর।
আমি মৌনতায় বসত গড়ে চঞ্চলতাকে বিদায় জানিয়েছিলাম,
সুখের আশায় ছেড়েছিলাম স্বীয় ঘর।
কণ্টকাকীর্ণ পথে পদযুগল রঞ্জিত করে এসে দেখি,
নতুন সুখের আশায় তুমিও আমাকে করেছো পর।
আমি কি ভীষণ নির্লিপ্ততায় আটপৌরে জীবনকে ছুটি জানিয়েছিলাম,
চোখের কালিতে লিখেছিলাম ক্লিষ্ট স্মারক।
যত্নে গড়া অ্যাডেনিয়াম গাছটিকে বিদায় জানিয়ে এসে দেখি,
খেরোখাতা তার সমূহ বিষাদ জ্বালিয়ে হয়ে আছে বিক্ষুব্ধ নারক।
|| অভীপ্সার পতন ||
কলমেঃ মেহেজাবীন শারমিন প্রিয়া
১৬.০৫.২০২২