Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    Relationship

    আসমান বই রিভিউ?

    মেহেজাবীন শারমিন প্রিয়াBy মেহেজাবীন শারমিন প্রিয়াMay 7, 2022Updated:January 11, 2025No Comments3 Mins Read
    Default Image

    আসমান বই রিভিউ “ভালোবাসা” শুধু চার শব্দের সমষ্টি নয়। এর সাথে মিশে আছে মানুষের আবেগ, আকাঙ্খা এবং আকুলতা। হাজারো ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে চাই, তার মুখে হাসি ফোটাতে চাই। অনেক বেশি ভালোবাসতে গিয়ে আমরা যে ভুলটা করি তা হলো- হৃদয়ের পুরোটা জুড়ে তাকে বসাই। এতেও ক্ষান্ত না হয়ে আমরা আমাদের জীবনঘুড়ির লাটাইটা নিজের অজান্তেই তার হাতেই তুলে দেই। এরপর ইচ্ছেমত সে আমাদের নাচাতে নাচাতে একসময় খোলা আকাশের বুকে ছেড়ে দিয়ে নিঃসঙ্গ করে চলে যায়।

    তারপর?
    বিষাদের ঘূর্ণিপাকে ঘুরতে ঘুরতে শুরু হয় আমাদের বিপর্যয়ের নতুন জীবন। যে জীবনে হৃদয় ক্ষরণের তিক্ত যন্ত্রণা ভিতরটাকে জ্বালিয়ে দেয়। একটু শান্তি লাভের আশায় বেশিরভাগ মানুষই পা বাড়াই ভুল পথে। আর কেউ বা পায় শান্তি লাভের সঠিক পথ। যে পথে শরীর খণ্ডবিখণ্ড হলেও মন থাকে প্রশান্ত, নিশ্চিত এক পুরষ্কারের আশায় অবলীলায় ঝাপিয়ে পড়ে মৃত্যু মুখে।

    বলছিলাম লতিফুল ইসলাম শিবলী রচিত “আসমান” বইটির কথা। যে বইয়ের শুরুর কয়েকটি লাইনেই পাবেন অমূল্য রত্ন মেশানো কথার সমষ্টি, বইয়ের পরতে পরতে লুকিয়ে আছে জীবনদর্শনের অন্যন্য সম্ভার, থ্রিলারের মতো টান টান উত্তেজনা এবং একটি ব্যথিত হৃদয়ের পুনর্জাগরণের অসাধারণ কাহিনী।

    বই সম্পর্কে-আসমান বই রিভিউ

    তারুণ্যে উচ্ছ্বসিত এক যুবকের কাহিনী। যার আলোকিত জীবনে চাঁদ হয়ে আসে এক অনুপমা। যার ভালোবাসার প্রস্তাবে ছেলেটির জবাব ছিল, “আই রেস্পেক্ট ইউ”। আর এভাবেই শুরু হয় তাদের প্রেমকাহিনী। যে প্রেমে ছিল না কোনো বাড়াবাড়ি, অযুহাতেও শরীর ছোঁয়ার ছিল না কোনো ধাত। দুজনের চিঠির অধিকাংশ জায়গা জুড়ে থাকতো পঠিত বইয়ের বুক রিভিউ আর বাকীটা জুড়ে উথাল-পাথাল প্রেমের মহাকাব্য।
    কিন্তু সে কি আর জানতো, প্রতারণার জ্বালে জড়িয়েছে সে। অবশেষে মুখোমুখি হতে হয় সেই সত্যের। তারপর তার জীবনে সুখের খোঁজে সে চলে আসে নেশার জগতে। তারপর…
    সত্যিকারের ভালোবাসায় সন্ধানে ছেড়ে আসে দেশ। যেখানে জীবন দেয়ার কথা, সেখানে সে খুঁজে পায় তার জীবনসঙ্গীকে। সংসার জীবনের মাত্র ১৪ দিন! এরপর সে আবার জড়িয়ে পড়ে তার জীবনের উদ্দেশ্যে। হাজারো অত্যাচারেও সে ক্লান্ত হয়নি, অভিযোগ করেনি কেন তার এই পরিণতি। এরপর সুন্দর একটি দৃশ্যের মধ্যে সমাপ্ত হয় এই উপাখ্যানের।

    নিজস্ব মতামত-আসমান বই রিভিউ

    এই বই পড়ার পর আমি এত তৃপ্ত হয়েছি যে, খুশিতে আমি সাথে সাথে রিভিউ লিখতেই পারিনি। বইটি শেষ করার আনুমানিক এক সপ্তাহ পর আমি লিখতে বসেছি। আমার মনে হয়, এই বই সম্পর্কে আমি যা-ই বলি, যেভাবেই বর্ণনা করি, তা অনেক অনেক কম হয়ে যাবে। জীবনে অসংখ্য পঠিত বইয়ের মাঝে এই বইটি অন্যন্য। এই বইয়ের সাথে সাহিত্যের কোনো বইয়ের তুলনা আমি করতে পারব না।

    লেখক সমন্ধে-
    ‘লতিফুল ইসলাম শিবলী’ এক জনপ্রিয় নাম। লেখক হিসেবে না চিনলেও গীতিকবি হিসেবে অনেকেই চিনে ফেলবেন।
    ‘হাসতে দেখ গাইতে দেখ’, ‘তুমি আমার প্রথম সকাল’, আরোও অনেক চমৎকার গানের তার রচিয়তা তিনি। এছাড়া তাঁর চিত্রনাট্য প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’।

    পরিশেষে বলবো-
    “হৃদয় আল্লাহর ঘর। মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এজন্য যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন। সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকলেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি।”

    কোনো বইয়ের শুরুর কথাগুলো যদি এত চমৎকার হয়, তবে বইটি পড়ার পর আমার বাকরুদ্ধ হওয়া নিশ্চয়ই দোষণীয় নয়?!

    বইঃ আসমান
    লেখকঃ লতিফুল ইসলাম শিবলী
    প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২০১৯
    প্রকাশনঃ নালন্দা পাবলিকেশন।
    বইয়ের মূল্য(হার্ডকাভার)ঃ ৩০০৳
    বইয়ের মূল্য(পেপারব্যাক)ঃ ৭৪৳
    রেটিংঃ ১০/১০

    লেখাঃ মেহেজাবীন শারমিন প্রিয়া।

    মেহেজাবীন শারমিন প্রিয়া
    • Website

    আমার নাম মাহাজাবিন শরমিন প্রিয়া। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর করেছি। ইসলাম, প্রযুক্তি এবং গণিতসহ বিভিন্ন বিষয়ে লেখালেখিতে আমার গভীর আগ্রহ রয়েছে। আমার জ্ঞান ও দক্ষতা দিয়ে আমি পাঠকদের জন্য অর্থবহ ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। মাহাজাবিনের লেখা বিষয়বস্তু তথ্যসমৃদ্ধ এবং পাঠকের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি বৃদ্ধিতে সহায়ক হিসেবে প্রমাণিত হয়।

    Related Posts

    প্রেমে জড়ালো না তো আপনার সঙ্গী

    February 3, 2025

    মেজর ডালিমের সাক্ষাতকার ২০২৫

    January 6, 2025

    মনেরে প্রেমময় আবেগ কমানো হয়েছে কিভাবে?

    March 8, 2024
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.