চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ব্রিজের উপর সেলফি নিতে গিয়ে হুসাইন (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা শহরে লাল ব্রিজের উপর ‘ঈদ স্পেশাল’ ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন আলমডাঙ্গা উপজেলায় কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি বলেন, বিকেলে হুসাইনসহ কয়েকজন লাল ব্রিজে ঘুরতে আসে। ব্রিজের উপর রেললাইনের উপরে সেলফি নিচ্ছিল। এ সময় হটাৎ খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ‘ঈদ স্পেশাল’ ট্রেনটি ব্রিজের উপর চলে আসে। এতে ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে যায় হুসাইন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মোখলেসুর রহমান বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে লাল ব্রিজের নিচ থেকে হুসাইনের লাশ উদ্ধার করি। পরে তা রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মাসুদ রানা বলেন, লাল ব্রিজের উপরে সেলফি নিতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে কিশোর হুসাইনের মৃত্যু হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।