রংপুরে প্রধান ঈদের জামাত মঙ্গলবার নগরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া পুলিশ লাইনস মাঠে সকাল আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রংপুর নগরে সকাল সাড়ে আটটায় মুন্সিপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, শালবন বড় মাঠ, মণ্ডলপাড়া বড় ঈদগাহ মাঠ, সদর উপজেলা মাঠ, দামোদরপুর বড় মাঠ, বুড়িরহাট ঈদগাহ মাঠ, কারমাইকেল কলেজ মাঠ, মাহিগঞ্জ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
বৃষ্টি হলে মাঠের পরিবর্তে এসব এলাকার বিভিন্ন মসজিদে সকাল সাড়ে আটটায় নামাজ অনুষ্ঠিত হবে।
বৃষ্টি হলে শাপলা চত্বর আশরাফিয়া জামে মসজিদ, আদর্শপাড়া, নিউ আদর্শপাড়া, কুতুবিয়া জামে মসজিদ, সেনপাড়া, মুলাটোল, কেরানীপাড়া, কলেজ রোড ট্রাকস্ট্যান্ড, হাবিনগর জামে মসজিদ, কামালকাছনা মসজিদ, দক্ষিণ মুলাটোল জামে মসজিদ, কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ, লালকুঠি মসজিদ, ধাপ চারতলা মসজিদ, মেডিকেল জামে মসজিদ, ফায়ার সার্ভিস জামে মসজিদ, জুম্মাপাড়া মসজিদ, সেন্ট্রাল রোড মসজিদ, লাকী মসজিদ, নূরপুর মসজিদ, কেরানীপাড়া নাসিরাবাদ মসজিদ, সাতগাড়া মিস্ত্রিপাড়া মসজিদে ঈদের নামাজ হবে।
এ ছাড়া জেলার ৫ হাজার ৯০টি মসজিদে সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কোনো কোনো মসজিদে একাধিক জামাতও অনুষ্ঠিত হবে।