রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বাংলাদেশি জাহাজে গোলা হামলায় নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পৌঁছানো হয়েছে। রোববার দুপুরে বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে এ উপহার পৌঁছান সংরক্ষিত নারী আসন-১৫-এর সাংসদ সুলতানা নাদিরা।
সুলতানা নাদিরা হাদিসুরের মায়ের হাতে ঈদসামগ্রীর পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এ সময় সেখানে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন হাদিসুরের বাবা মো. আবদুর রাজ্জাক, মা আমেনা বেগম ও ছোট ভাই গোলাম মাওলা।
গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন প্রকৌশলী হাদিসুর রহমান।
ঈদ উপহার গ্রহণের সময় হাদিসুরের মা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আল্লাহ তাঁর (প্রধানমন্ত্রী) মাধ্যমে আমার ছেলের লাশ দেশের মাটিতে দাফন করতে দিয়েছেন।’ এ সময় আবদুর রাজ্জাক ছোট ছেলের কর্মসংস্থানের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
উপহারসামগ্রী হস্তান্তরের সময় বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ বি এম গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।