Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    টুইটারের পরিচালকদের বেতনে লাগাম টানবেন ইলন মাস্ক

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকApril 30, 2022No Comments2 Mins Read
    টুইটারের পরিচালকদের বেতনে লাগাম টানবেন ইলন মাস্ক

    টুইটারের কেনার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমটির আয়-ব্যয় নিয়ে নতুন পরিকল্পনা করেছিলেন ধনকুবের ইলন মাস্ক। ওই পরিকল্পনা অনুযায়ী, ব্যয় কমাতে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতন বন্ধ হতে পারে। একই সঙ্গে টুইট থেকে নিত্যনতুন উপায়ে আয় বাড়ানোর বিষয়টিও উঠে এসেছে।

    সংশ্লিষ্ট তিন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমটি কেনার প্রস্তাব দেন মাস্ক। এর কিছুদিন পর টুইটার কিনতে যেসব ব্যাংকঋণ দিতে একমত হয়েছে, তাদের কাছে ওই পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

    গত সোমবার এক বৈঠকে ইলন মাস্কের কাছে টুইটার বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। ৪ হাজার ৪০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। এর আগে টুইটারের পূর্ণাঙ্গ মালিকানা পেতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিলেন মাস্ক।

    টুইটারের আয় বাড়ানো নিয়ে ব্যাংকগুলোকে মাস্ক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমটির যেসব কনটেন্টে (আধেয়) গুরুত্বপূর্ণ তথ্য থাকে ও ভাইরাল হয়, সেগুলো থেকে আয়ের নতুন সব কৌশল নিয়ে ভাবছেন তিনি। এর মধ্যে একটি হলো, কোনো ব্যক্তি বা সংস্থার ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে কোনো ওয়েবসাইটে টুইট এমবেড করা হলে ওই ওয়েবসাইটকে এর জন্য অর্থ পরিশোধ করতে হবে।

    এদিকে টুইটারের পরিচালনা পর্ষদের সদস্যদের বেতন বন্ধ নিয়ে সম্প্রতি একটি টুইট করেন মাস্ক। সেখানে তিনি বলেন, এই পদক্ষেপ নেওয়া হলে প্রতিষ্ঠানটির ৩০ লাখ ডলার সাশ্রয় হবে। চলতি মাসের শুরুতে ‘টুইটার ব্লু’ সেবায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়েও একটি টুইট করেন তিনি। তবে পরে ওই টুইট ডিলিট (অপসারণ) করা হয়।

    টুইটে মাস্ক বলেন, টুইটার ব্লু সেবার মূল্য কমানো যেতে পারে ও বিজ্ঞাপনহীন সেবা দেওয়া যেতে পারে। এ ছাড়া এই সেবার মূল্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিশোধের সুযোগ রাখার কথাও বলেন তিনি। বর্তমানে টুইটার ব্লু সেবার জন্য প্রতি মাসে ২ দশমিক ৯৯ ডলার খরচ করতে হয়।

    অপর একটি টুইটে আয়ের জন্য বিজ্ঞাপনের ওপর টুইটারের নির্ভরশীলতা কমানো নিয়েও কথা বলেন ইলন মাস্ক। তবে সেটিও পরে ডিলিট করেন তিনি।

    সূত্রগুলো থেকে পাওয়া তথ্য নিশ্চিত করতে মাস্কের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এ নিয়ে টুইটারের এক মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনিও বিষয়টি এড়িয়ে যান।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.