একটি কালবৈশাখী ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল জেলা থেকে পূর্ব দিকে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। এটি রাজশাহী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে রাত ৮টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর ঝড়টি মেহেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার ওপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে পারে। আবহাওয়াবিষয়ক আর্ন্তজাতিক সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস পাওয়া গেছে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এক সপ্তাহ ধরে দাবদাহ চলছে। এপ্রিলে এ ধরনের দাবদাহের পরপর সাধারণত কালবৈশাখী, বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। সেই সম্ভাবনা দেখা দিয়েছে।
আরেকটি কালবৈশাখী সন্ধ্যার পর ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে। ঝড়টি রাত ৮টা থেকে ১২টার মধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আজ রাত ৮টা থেকে ১২টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর ওপর কালবৈশাখী, বজ্রপাত ও শিলাবৃষ্টি প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।