পৌর মেয়র হওয়ার পর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ গড়েন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। এ নিয়ে মেয়রের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন ফরিদপুরের শংকর মিত্র নামের এক ব্যক্তি।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনকে উদ্দেশ করে মদ্যপ অবস্থায় অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন পৌর মেয়র অমিতাভ বোস।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক অডিওবার্তায় শোনা যায়, মদ্যপ অবস্থায় মেয়র অমিতাভ বোস দুদক ও মন্ত্রণালয়কে অকথ্য ভাষায় গালাগাল করছেন। এছাড়া ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতি নিয়েও নানা মন্তব্য করতে শোনা যাচ্ছে।
ভাইরাল হওয়া অডিওতে তিনি বলছেন- ফরিদপুরে আওয়ামী রাজনীতি করতে হলে তাকে সেজদাহ দিয়ে রাজনীতি করতে হবে।
অডিওতে তিনি বলেন, এই ফরিদপুর পৌরসভায় আমার চেয়ার কেড়ে নেয়ার কেউ নেই, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফকে গালমন্দ করে তিনি বলেন, আমি মোশারফেরও ….. (গালাগাল) এখন মন্ত্রণালয়, দুদককেও …. (গালাগাল) সময় নেই।
তিনি আরও বলেন, আমার নিজস্ব বাহিনী আছে, আমার সামনে এসে দেখেন, আওয়াজ থাকবে না ফরিদপুর শহরে। এ শহরে কোনো আওয়াজ রাখতে দিব না। আমাকে সেজদাহ দিয়েই আওয়ামী রাজনীতি করতে হবে, ভাষা হলো পরিষ্কার। আমি মোশাররফ মিয়ার সঙ্গে খেলে এই জায়গায় আসছি, ছোট-খাটো প্লেয়ার না। খেলা অব্যাহত রাখেন, খেলতে খেলতে একসময় দেয়া হবে বালুকাবেলায়। এই বলে তিনি গান গাইতে শুরু করেন।
ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে পৌর মেয়র অমিতাভ বোস বলেন, আমি কাউকে এমন কোনো বক্তব্যে দেইনি। যেটা ছড়ানো হয়েছে, তা সুপার এডিট করা। আমার এ বিষয়ে কোনো মন্তব্য নেই।