Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকApril 8, 2022No Comments3 Mins Read
    Default Image

    ৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে পারেননি নাটোরের সিংড়ার কৃষক মরু প্রামাণিক (৬৫)। ঋণদাতা একমাত্র সম্বল বসতভিটা থেকে সপরিবারে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পাঁড়েরা গ্রামের বাসিন্দা মরু প্রামাণিক। তিনি বলেন, সংসারের খরচ মেটানোর জন্য ৩ বছর আগে শাহীন শাহর কাছ থেকে ৮০ হাজার টাকা ঋণ নেন। এ পর্যন্ত তিনি ১৬টি কিস্তিতে সুদে-আসলে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেছেন। এরপরও ঋণদাতার চাহিদা মেটেনি। আরও টাকা না পেয়ে শেষ সম্বল ভিটেমাটির কাগজপত্র লিখে নেন।

    কথা দিয়েছিলেন কয়েক মাস পর ভিটেমাটির কাগজপত্র ফিরিয়ে দেবেন। তবে কথা রাখেননি। বরং বাড়িসহ ভিটেমাটি গ্রামের সুমন আলীর কাছে বিক্রি করে দেন। গতকাল বুধবার বিকেলে ইউপি সদস্য বেলাল হোসেন ও শাহীন শাহ এসে তাঁকেসহ তাঁর পরিবারের ১১ সদস্যকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ির দখল হস্তান্তর করেন সুমন আলীর কাছে। নিরুপায় হয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করেন। সারা রাত কেটে গেছে খোলা জায়গায়।

    আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মরু প্রামাণিকের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ি দখল করে দরবার বসিয়েছেন শাহীন শাহ ও স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন। এর পাশে গ্রামের সর্বজনীন দুর্গা মন্দির। মন্দিরের সামনের ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে বসে আছেন মরু প্রামাণিক ও পরিবারের সদস্যরা। খেতে না পেয়ে শিশুরা কান্নাকাটি করছে। বড়রা শুধু তাদের সান্ত্বনা দিচ্ছেন।

    বুধবার বিকেলে ইউপি সদস্য বেলাল হোসেন ও শাহীন শাহ এসে মরু প্রামাণিকের পরিবারের ১১ সদস্যকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ির দখল হস্তান্তর করেন সুমন আলীর কাছে।মরু প্রামাণিকের ছেলে শ্রী তরুণ প্রামাণিক বলেন, বাড়িটি ফিরে পেতে তাঁরা সিংড়ার সহকারী জজ আদালতে মামলা করেছেন। আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তাঁদের এলাকাছাড়া করার হুমকি দিচ্ছেন ইউপি সদস্য বেলাল হোসেন ও তাঁর লোকজন। আদালতের আদেশও তাঁরা মানছেন না।

    মরু প্রামাণিকের বাড়িতে দরবার বসিয়েছেন শাহীন শাহ ও স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন।
    বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়ার পাঁড়েরা গ্রামেমরু প্রামাণিকের বাড়িতে দরবার বসিয়েছেন শাহীন শাহ ও স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন। বৃহস্পতিবার সকালে নাটোরের সিংড়ার পাঁড়েরা গ্রামে
    জানতে চাইলে শাহীন শাহ দাবি করেন, তিনি সুদের কোনো কারবার করেন না। তিনি সাড়ে তিন লাখ টাকা দিয়ে ওই জায়গা কিনে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন। এখন তাঁর নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সামাজিকভাবে তাঁদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তবে এলাকাছাড়া করার হুমকি–ধমকি দেওয়ার বিষয়টি ঠিক না।

    স্থানীয় হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি আল তৌফিক পরশ বলেন, ঘটনাটি চরম অমানবিক। পরিবারের নারী-শিশুদের কান্নাকাটিতে গ্রামবাসীও চোখের পানি ধরে রাখতে পারছেন না। কিন্তু প্রভাবশালীদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না। এ মুহূর্তে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, এ ধরনের কোনো অমানবিক ঘটনা ঘটে থাকলে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.