গঙ্গাচড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ২ উভয় পক্ষে আহত ২০

রিয়াদুন্নবী রিয়াদ স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর গংগাচড়া উপজেলায় 6 তারিখ মঙ্গলবার দুুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা গ্রামে ওই গ্রামের বর্তমান ইউপি সদস্য আজিজুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের মধ্যে গঙ্গাচড়ায় নোহালি ইউনিয়নের বাগডোগরা গ্রামে প্রত্যন্ত চরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দু-পক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় উভয় পক্ষের আহত হয়েছে প্রায় ২০ জন।

এলাকাবাসী সূত্রে জানা যায়,
গেছে, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে ওই গ্রামের বর্তমান ইউপি সদস্য আজিজুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের মধ্যে। এ বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাইফুল ইসলাম পক্ষের রেয়াজুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। বর্তমান ইউপি সদস্য আজিজুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। এঘটনায় ওই গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গংগাচড়া থানা সূত্রে জানা যায়,
ওসি সুশান্ত কুমার সরকার বলেন,। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, সংঘর্ষে এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment