Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    এক দশকেও সরেনি জেলা প্রশাসনের অবৈধ বসতি

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকApril 6, 2022No Comments3 Mins Read
    Default Image

    কক্সবাজার সমুদ্রসৈকতের কোলঘেঁষা হোটেল-মোটেল এলাকা কলাতলী। এর মূল সড়কের পাশে পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে একটি আবাসন প্রকল্প। দেশের বন আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে পাহাড়ি এই বনভূমি আবাসনের জন্য ব্যবহার করার কথা নয়। অথচ সংরক্ষিত বন ঘোষিত এলাকায় প্রকল্পটি কক্সবাজারের জেলা প্রশাসনেরই।

    জেলা প্রশাসনের প্রকল্পটি বাতিলের পাশাপাশি ওই বনভূমি এলাকার সব বসতি উচ্ছেদ করতে এক দশক আগে কক্সবাজারের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। তবে এখনো এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।১৯৯৯ সালে কক্সবাজারের কলাতলীসংলগ্ন ঝিলংজা মৌজার ১২৪ একর এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। ৫১ একর জমি নিয়ে জেলা প্রশাসনের প্রকল্পটি এই এলাকার মধ্যে পড়েছে। ২০০৩ সালে জেলা প্রশাসকসহ কর্মকর্তা-কর্মচারীদের জন্য ওই আবাসন প্রকল্প বরাদ্দ দেওয়া হয়।

    সরকারি কর্মকর্তাদের কাজ রাষ্ট্রের আইন মানা এবং তা বাস্তবায়ন করা। কিন্তু কক্সবাজারে আমরা তার উল্টো অবস্থা দেখি। সেখানকার সমৃদ্ধ জীববৈচিত্র্যপূর্ণ এলাকাগুলো একের পর এক সরকারি সংস্থা বরাদ্দের নামে দখল করছে। উচ্চ আদালতের রায় থাকার পরও তারা ওই ৫১ একরের আবাসন প্রকল্পটির উচ্ছেদ করছে না। এতে বেসরকারি খাতের দখলদারেরা আরও আগ্রাসী হয়ে সেখানকার প্রাকৃতিক পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে।

    বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সূত্রে জানা গেছে, কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ২০০৬ সালে হাইকোর্টে রিট মামলা দায়ের করে তারা। ওই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১১ সালের ৮ জুন জেলা প্রশাসনের ওই প্রকল্পের বরাদ্দ বাতিল, পাহাড়ের কোনো অংশ না কাটা, রক্ষিত বন এলাকায় সব ধরনের স্থাপনা উচ্ছেদ করা ও বন ধ্বংস না করার আদেশ দেন।

    আদালতের এই রায় বাস্তবায়িত না হওয়ায় পরে ১২ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে বেলা। আদালত কক্সবাজারের তৎকালীন জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেন। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে সময় প্রার্থনা করেন তিনি। এ সময় তিন মাসের মধ্যে সব স্থাপনা উচ্ছেদ করে আদালতে প্রতিবেদন দাখিলের অঙ্গীকার করেন জেলা প্রশাসক।চারদিকে দেয়ালঘেরা জেলা প্রশাসনের আবাসন প্রকল্পের মূল ফটকের সামনে বিশাল সাইনবোর্ড। লেখা ‘সরকারি কর্মচারী-কর্মকর্তা আবাসন, এই ৫১ একর জমি বর্ণিত আবাসনের জন্য সেলামি বন্দোবস্ত দেওয়া হয়েছে।’

    খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসনের ওই প্রকল্পে ৫০০টি প্লট রয়েছে। এরই মধ্যে ৩০০টি পরিবার ঘর তুলে বসবাসও করছে। অনেক কর্মকর্তা বরাদ্দ পাওয়া প্লট বিক্রি করে দিয়েছেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি অংশ সেখানে বসবাস করছে। অনেকে ঘর তুলে ভাড়া দিয়েছেন। হোটেল-মোটেল এলাকার কাছাকাছি হওয়ায় সেখানে ভাড়াও বেশি।

    এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘আবাসন প্রকল্পের ৫১ একরসহ ঝিলংজা মৌজার জমি নিয়ে উচ্চ আদালতের অনেকগুলো রায় আছে। আমরা সব কটি রায় একত্রে বাস্তবায়ন করে এলাকাটিকে দখলমুক্ত করার পরিকল্পনা করছি। খুব দ্রুত তা বাস্তবায়ন করা হবে।’
    ওই আবাসন প্রকল্পের তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি স্বপন কান্তি পাল প্রথম আলোকে বলেন, ‘আমরা সেখানে কোনো বড় স্থাপনা করিনি। আমাদের কিছু কর্মচারী টিনের ঘর তুলে থাকেন। জেলা প্রশাসন থেকে আমাদের যে নির্দেশ দেবে, আমরা তা অবশ্যই বাস্তবায়ন করব।’

    পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগ সূত্রে জানা গেছে, ঝিলংজা মৌজার ওই এলাকাকে ১৯৩৫ সালে রক্ষিত বন এবং ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এ কারণে এলাকাটির পাহাড়ি বনভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট করা ও পাহাড় বা বনভূমির ক্ষতিসাধন করা আইনানুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষেধাজ্ঞা অমান্য করে জেলা প্রশাসন কাজ শুরু করলে বন বিভাগ প্রতিরোধের চেষ্টা করে, এমনকি আদালতে জেলা কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের বিরুদ্ধে মামলাও করা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, ‘সরকারি কর্মকর্তাদের কাজ রাষ্ট্রের আইন মানা ও তা বাস্তবায়ন করা। কিন্তু কক্সবাজারে আমরা তার উল্টো অবস্থা দেখি। সেখানকার সমৃদ্ধ জীববৈচিত্র্যপূর্ণ এলাকাগুলো একের পর এক সরকারি সংস্থা বরাদ্দের নামে দখল করছে। উচ্চ আদালতের রায় থাকার পরও তারা ওই ৫১ একরের আবাসন প্রকল্পটির উচ্ছেদ করছে না। এতে বেসরকারি খাতের দখলদারেরা আরও আগ্রাসী হয়ে সেখানকার প্রাকৃতিক পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে।’

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.