রমজান উপলক্ষে মক্কার পবিত্র মসজিদুল হারামে দৃষ্টি প্রতিবন্ধী মুসুল্লিদের কুরআন তেলাওয়াত সহজ করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে হারামাইন কর্তৃপক্ষ। মসজিদের নির্দিষ্ট কিছু তাকে তাদের জন্য রাখা হবে ইলেকট্রিক কুরআনে কারিম।
বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
হারামাইন পরিচালনা কমিটির কর্মকর্তা গাজী বিন ফাহাদ আল-জাবিয়ানী এ বিষয়ে জানান, কুরআনের কপিগুলো কিং ফাহাদ সম্প্রসারণ প্রকল্পের প্রথম তলার ৬৪ নম্বর সিঁড়ির পাশে রাখা হবে। একইসাথে রাখা হবে নিচ তলার ৬৭ নম্বর দরজা এবং নারীদের নামাজের স্থানের ৭৪ ও ৮৮ নম্বর দরজার পাশে।
তিনি আরো জানান, কুরআনের কপিগুলোতে বেশ কিছু প্রয়োজনীয় অপশন রয়েছে, যেগুলোর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা তেলাওয়াত করতে পারবেন।
ইলেকট্রিক এই কুরআনে সূরা, আয়াত ও পৃষ্ঠা নম্বর নির্বাচন করতে পারবেন দৃষ্টি প্রতিবন্ধীরা। এগুলো তৈরিতে কিং ফাহাদ কমপ্লেক্স থেকে প্রকাশিত কুরআনে কারিমের কপির অনুসরণ করা হয়েছে।
সূত্র : মিসর আল ইয়াউম