হায় হায় জানো কি দেশবাসী!
কেমন আছে ঐ দূরে প্রবাসী।
দিন মাস বছর যায় পার হয়ে,
প্রবাসীর অন্তরে দুঃখ যায় বয়ে।
চেয়ে দেখো প্রবাসীর ঘর্মাক্ত দেহ,
দূর পরবাসে ওদের আপন নাই কেহ।
ওরা রাত নাই দিন নাই কত কাজ করে,
অযত্ন অবহেলায় কাজ করে যায় মরে।
ক্ষতবিক্ষত প্রবাসীর হাত গুলো দেখলে পরে,
জেনো প্রবাসীর কত অব্যক্ত কষ্ট ওদের অন্তরঘরে।
হ্যাঁ খেয়ে না খেয়ে ওরা কাজ করে মোদের তরে,
টাকা দেয় সেই টাকায় দেশের অর্থনীতি সচল করে।
প্রবাসীরা দূর প্রবাসে ভাবে পরিবারের কথা,
প্রিয় দেশ ও দশের জন্য মন কাঁদে পায় ব্যথা।
প্রিয়জনদের সাথে প্রবাসীরা নিয়মিত খেতে পারেনা,
প্রিয়জনদের আদর ও ভালোবাসা সরাসরি পায়না।
প্রবাসীরা উত্তপ্ত মরুতে কাজ করে থেমে থাকে না,
বরফঢাকা দূর প্রবাসে কাজ থেকে ওরা পিছু হটে না।
প্রবাসীর চোখের জল দেখেও কেন বুঝিনা,
প্রবাসীর সঠিক মূল্যায়ন মোরা কেন করি না।
সকল প্রবাসী সুখে থাকে যেন হাসিমুখ তাদের চাই,
এসো প্রবাসীর কান্না মুছে ভালোবাসা দিয়ে কাজ করে যাই।
কবি মোঃ হেদায়েতুল ইসলাম
সিরাজগঞ্জ