দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করুন: ডা. শাহাদাত

রোজার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

বুধবার (৩০ মার্চ) চট্টগ্রাম আদালত ভবনে হাজিরা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। ক্রমাগত এই দ্রব্যমূল্যের বৃদ্ধিতে এমনিতেই দিশেহারা মানুষ। রোজা আসার আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে।  

তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীরা এ সরকারের আমলে বেশি নির্যাতিত। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছে। নগর যুবদলের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সরকারের ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় জেলহাজতে ছিলেন। জেলহাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যুবরণ করে। এটা অত্যন্ত বেদনাদায়ক। এই ফ্যাসিস্ট সরকার জুলুম নির্যাতন অত্যাচারে দেশের মানুষ আজ অতিষ্ঠ।

এ সময় নগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আব্দুল মান্নান, সদস্য মনজুর আলম মঞ্জু, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম সাজ্জাদ, এইচএম রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০২২
এমআই/টিসি

Leave a Comment