পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ সংস্থাটি ‘প্রোমোটিং অ্যাগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পিএসিই)’ প্রকল্পে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: ভ্যালু চেইন স্পেশালিস্ট (এগ্রি-বিজনেস)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতকসহ ফিশারিজ, অ্যাগ্রিকালচার, হর্টিকালচার, লাইভস্টক বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা ভ্যালু চেইন ম্যানেজমেন্ট বা মার্কেট সিস্টেম ডেভেলপমেন্টে প্রশিক্ষণ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো সংস্থায় অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পাঁচ বছর ভ্যালু চেইন ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (প্রতিবছর এ মেয়াদ নবায়ন করা হবে)
কর্মস্থল: ঢাকা
মাসিক বেতন: দুই লাখ নয় হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
২. পদের নাম: পাবলিকেশন এডিটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতকসহ ইংরেজি, লিঙ্গুইস্টিকস (ইংরেজি), গণযোগাযোগ ও সাংবাদিকতা, পাবলিক রিলেশনস, অর্থনীতি, অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রুফ-রিডিং বা এডিটিং ম্যানুস্ক্রিপ্টে প্রশিক্ষণ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো ইংরেজি প্রকাশনা সংস্থায় অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এসইও ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (প্রতিবছর এ মেয়াদ নবায়ন করা হবে)
কর্মস্থল: ঢাকা
মাসিক বেতন: ২ লাখ ৯ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পিকেএসএফে একাধিক পদে চাকরি, বেতন ১,১৬,৫০০-২,০৯,০০০
৩. পদের নাম: ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, পাবলিক ফাইন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও অ্যাকাউন্টিং সফটওয়্যারে প্রশিক্ষণ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। উন্নয়ন সংস্থায় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (প্রতিবছর এ মেয়াদ নবায়ন করা হবে)
কর্মস্থল: ঢাকা
মাসিক বেতন: দুই লাখ নয় হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
৪. পদের নাম: আইটি স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট পদে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (প্রতিবছর এ মেয়াদ নবায়ন করা হবে)
কর্মস্থল: ঢাকা
মাসিক বেতন: ১ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
৫. পদের নাম: ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অ্যাগ্রিকালচার, অ্যাগ্রিবিজনেস, অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস, অর্থনীতি, সমাজকর্ম, সমাজকল্যাণ বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা ভ্যালু চেইন ডেভেলপমেন্টে প্রশিক্ষণ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো সংস্থায় অন্তত পাঁচ বছর ভ্যালু চেইন ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (প্রতিবছর এ মেয়াদ নবায়ন করা হবে)
কর্মস্থল: ঢাকা
মাসিক বেতন: ১ লাখ ৪৯ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পিকেএসএফে একাধিক পদে চাকরি, বেতন ১,১৬,৫০০-২,০৯,০০০
৬. পদের নাম: প্রকিউরমেন্ট অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, পাবলিক ফাইন্যান্স, বিজনেস স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রকিউরমেন্ট বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো সংস্থায় ম্যানেজিং বা অ্যাডমিনিস্টারিং প্রকিউরমেন্টে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (প্রতিবছর এ মেয়াদ নবায়ন করা হবে)
কর্মস্থল: ঢাকা
মাসিক বেতন: ১ লাখ ১৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
৭. পদের নাম: অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, পাবলিক ফাইন্যান্স, বিজনেস স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো উন্নয়ন সংস্থায় অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে অন্তত সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬২ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (প্রতিবছর এ মেয়াদ নবায়ন করা হবে)
কর্মস্থল: ঢাকা
মাসিক বেতন: ১ লাখ ১৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন
প্রার্থীদের পিকেএসএফের ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। এরপর Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ এপ্রিল ২০২২।