ইউক্রেনের খারকিভ শহরের একটি মার্কেটে হামলা চালিয়েছে রাশিয়া। এতে মার্কেটে আগুন ধরে যায়। এ ঘটনায় এক উদ্ধারকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। এদিকে দেশটির লিভিভ শহরে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের একটি কেন্দ্রে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ শুক্রবার বিবিসি লাইভে এসব তথ্য জানানো হয়।শহরটির বারাবাশোভো মার্কেটে গতকাল বৃহস্পতিবার রাতে প্রথমে গোলা হামলা হয়। হামলার পর মার্কেটে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে মার্কেটে দ্বিতীয় দফায় হামলা হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
ইউক্রেনের গণমাধ্যমের খবরে বলা হয়, পাঁচ ঘণ্টার মধ্যে প্রায় পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের ঘরবাড়িতেও আগুন লাগে।খবরে আরও বলা হয়, জরুরি উদ্ধারকর্মীরা যখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন, তখন রুশ সেনারা মার্কেটে ক্ষেপণাস্ত্র হামলা চালান। এতে এক উদ্ধারকারী নিহত হন। অপর একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনের লিভিভ শহরেও হামলার খবর পাওয়া গেছে। আজ সকালে লভিভ বিমানবন্দরের কাছে অবস্থিত উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের একটি কেন্দ্রে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। লিভিভের অবস্থান পোল্যান্ড সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হামলার পর বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
এক টেলিগ্রাম পোস্টে লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেন, বিমানবন্দরে হামলা হয়নি। বিমানবন্দরের পাশের একটি ভবনে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।মেয়রের দাবি, হামলার আগে থেকেই ওই কেন্দ্রে কাজ বন্ধ ছিল। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা কাজ করছেন।ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে অস্ত্র সংরক্ষণের গুদামে আজ গোলা হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় হতাহত হওয়ার বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।