বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ তল্লাশি নিত্যদিনের ঘটনা। তবে ব্যাগ খুলে যদি পাওয়া যায় কেজি কেজি মটরশুঁটি, তাহলে চোখ কপালে উঠবেই। ঘটনা আদতে এমনটিই ঘটেছে। ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর বিমানবন্দরে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে পাওয়া গেছে ব্যাগভর্তি মটরশুঁটি।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ওই পুলিশ কর্মকর্তার নাম অরুণ বোথরা। গতকাল বুধবার টুইটারে এক পোস্ট দিয়ে ব্যাগে মটরশুঁটি পাওয়ার বিষয়টি নিজেই জানান তিনি। এর একটি ছবিও সংযুক্ত করেন ওই টুইটে।
টুইটারে অরুণ বোথরা লেখেন, ‘বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা আমাকে ব্যাগ খুলতে বলেছিলেন। স্ক্যানারে সন্দেহজনক কিছু চোখে পড়ায় তাঁরা আমার হ্যান্ড লাগেজ খুলতে বলেন।’ তাঁর ভাষ্য, মটরশুঁটিগুলো ৪০ রুপি কেজি করে কিনেছেন।এদিকে পুলিশ কর্মকর্তার ওই পোস্ট বেশ সাড়া ফেলেছে। এক দিনের মাথায় সেটিতে লাইক এসেছে ৬৩ হাজারের বেশি। মন্তব্য করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বার। রিটুইট তো হয়েছেই। টুইটারে অরুণ বোথরার অনুসারী রয়েছেন ২ লাখ ৩০ হাজার।
টুইটের মন্তব্যের ঘরে পারভিন কাসওয়ান নামের ভারতের বন বিভাগের এক কর্মকর্তা প্রশ্ন রেখেছেন, সেখানে আদতে মটরশুঁটি চোরাচালানের মতো কোনো ঘটনা ঘটেছিল কি না। আরেকজন মন্তব্য করেছেন, তিনি জয়পুর থেকে ৪০ রুপি দরে ১০ কেজি মটরশুঁটি কিনেছেন। জবাবে পুলিশের এই কর্মকর্তা লেখেন, তিনিও একই দামে পেয়েছেন।