সবচেয়ে কম বয়স্ক ও সবচেয়ে বেশি বয়স্ক গ্রন্থাকার কারা জেনে নিন।
বিশ্ব সাহিত্যে এ রকম বহু সাহিত্য সাধক ছিলেন এবং আজও আছেন যাঁরা খুবই কম থেকে সাহিত্য সৃষ্টি করেছেন। তাই বলে মাত্র ৪ বছর বয়সে সাহিত্য সৃষ্টি?!
কি অবাক করা বিষয়, তাই না?
অবিশ্বাস্য হলে এটাই সত্যি যে, সবচেয়ে কম বয়স্ক গ্রন্থাকারের বয়স মাত্র ৪ বছর।
আসুন প্রথমে জেনে নিই, কে সেই অবিশ্বাস্য ছেলে, যে কি না এত কম বয়সে সাহিত্য রচনা করে বিশ্ব সাহিত্যের দরবারে স্থান লাভ করেন?
জানেন কি, সেই মহান ব্যক্তির নাম?
তার নাম হলো “ডরোথিস্ট্রেট”।
তিনি জন্ম গ্রহণ করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত ওয়াশিংটন ডি. সি. নগরে। তাঁর জন্ম সাল, ১৯৫৮ খ্রীস্টাব্দে ২৫ শে মে।
১৯৬২ খ্রীস্টাব্দে, মাত্র ৪বছর বয়সে ” দ্য ওয়ালর্ড বিগ্যান” নামক বইটি লিখে তিনি পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেন।
১৯৬৪ খ্রীস্টাব্দে নিউ ইয়র্কের ” প্যানিথিয়ন বুকস” নামক প্রকাশন সস্থা বইটি প্রকাশ করেন।
এ গেল সবচেয়ে কম বয়স্ক গ্রন্থাকারের কথা।
এবার আলোচনা করা যাক, সবচেয়ে বেশি বয়সে কে সাহিত্য সৃষ্টি করে পৃথিবীবাসীর বিস্ময়ের কারণ হন।
ওনার নাম “মিসেস অ্যালিস পোলক”।
মিসেস অ্যালিস পোলক ১০২ বছর ৮ মাস বয়সে সাহিত্য রচনা করে বিশ্ব জুড়ে আলোড়ন তোলেন।
ইংল্যান্ডের সারে কাউন্টির অধিবাসী তিনি।
যে বইটি লিখে তিনি অবিশ্বাস্য নজীর সৃষ্টি করেন, সে বইটির নাম হলো, ‘পোর্টরেট অব মাই ভিক্টোরিয়ান ইয়োথ’।
তথ্যসূত্রঃ মেহেজাবীন শারমিন প্রিয়া।