Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী

    পশ্চিমা দৃষ্টিতে যুদ্ধের খবর হচ্ছে: রুশ দূতাবাস

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকMarch 14, 2022Updated:March 15, 2022No Comments3 Mins Read
    পশ্চিমা দৃষ্টিতে যুদ্ধের খবর হচ্ছে রুশ দূতাবাস

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অসন্তোষ জানিয়েছে রুশ দূতাবাস। দূতাবাস বলেছে, পশ্চিমা গণমাধ্যমগুলো এ বিষয়ে পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষমূলক খবর প্রকাশ করছে। তার ছায়া পড়েছে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে। তারাও একই ধরনের খবর প্রচার করছে।রোববার ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোর উদ্দেশে একটি খোলাচিঠি দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি স্বাক্ষরিত ওই চিঠিতে ইউক্রেন অভিযানে রাশিয়ার লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। কেন ইউক্রেনে এ অভিযান, সে কারণগুলোও উল্লেখ করা হয়েছে।

    মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রতি রাশিয়ার সমর্থনের বিষয়টি উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশ যে পরিস্থিতিতে ছিল, সেই একই ধরনের সমস্যায় ভুগছেন দোনেত্স্ক ও লুহানস্ক অঞ্চলের বাসিন্দারা। পূর্ব ইউক্রেনের এ দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    রুশ দূতাবাসের চিঠিতে বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা নেই। রুশ রাষ্ট্রদূত বলেছেন, ‘আমরা ইউক্রেনের বাসিন্দাদের সঙ্গে যুদ্ধ করছি না। কারও ওপরে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা বারবার বলেছি, ইউক্রেন পরিস্থিতি এমনভাবে সামনে এগিয়েছে যে তা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকির সৃষ্টি করেছে।’

    ইউরোপে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর উপস্থিতি নিয়ে রাষ্ট্রদূত বলেন, ন্যাটোর শীর্ষ সদস্যদেশগুলোর সঙ্গে ইউরোপের নিরাপত্তার বিষয়ে একটি সমঝোতায় আসতে ৩০ বছর ধরে চেষ্টা করছে রাশিয়া। এ ক্ষেত্রে মস্কো বারবার প্রতারণার শিকার হয়েছে।ক্রেমলিনের প্রতিবাদ ও উদ্বেগের পরও ন্যাটো ইউরোপে তাদের সম্প্রসারণ চালিয়ে গেছে। রাশিয়ার সীমান্তের কাছে চলে আসছে জোটটির সামরিক সরঞ্জাম। এসবের পরও ২০২১ সালের ডিসেম্বরে আবার সমঝোতার চেষ্টা চালানো হয়। তবে তা বিফলে যায়।রুশ দূতাবাসের চিঠিতে বলা হয়, ন্যাটোতে যোগ দেওয়ার তত্পরতার মধ্যে ইউক্রেনে নৌঘাঁটি গড়ে তোলা হচ্ছিল। সেখানে ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রক্রিয়াও চলছিল। এমন পদক্ষেপ রাশিয়ার জন্য সরাসরি হুমকির। এমনকি ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রে শক্তিধর দেশ হতেও তাগিদ দিয়েছে ন্যাটো।

    ইউক্রেনে অভিযানের সময় রাশিয়ার হাতে বেশ কিছু নথি এসেছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। বলা হচ্ছে, ওই নথিগুলো থেকে ইউক্রেনে অন্তত ৩০টি জীবাণু অস্ত্রের গবেষণাগার থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্রের অর্থায়নে সেখানে মারাত্মক জীবাণু অস্ত্রের গবেষণা চালানো হচ্ছিল। এ ছাড়া ইউক্রেনকে হাজার হাজার কাঁধে বহনযোগ্য রকেট লঞ্চারসহ মারণাস্ত্র সরবরাহের পথে হাঁটছিল পশ্চিমা দেশগুলো। এগুলো ‘সন্ত্রাসীরা’ যেকোনো স্থানে বহন ও যেকোনো লক্ষ্যে আঘাত করার জন্য ব্যবহার করতে পারে। এ নিয়ে প্রশ্ন রাখা হয়, এ রকেট লঞ্চারগুলোর শেষ পরিণতি কী হতো? পরে এগুলো কীভাবে নিয়ন্ত্রণ করা হতো?

     

    চিঠিতে রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, ‘আমি বলতে চাই, ইউক্রেন পরিস্থিতি ও সেখানে রাশিয়ার অভিযান নিয়ে বাংলাদেশি নির্দিষ্ট কিছু গণমাধ্যমের পক্ষপাতমূলক পদক্ষেপকে সেসব শক্তির উদ্দেশ্যমূলক প্রচেষ্টা হিসেবে বিবেচনা করব, যারা সব সময় রাশিয়া ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে ধ্বংসের চেষ্টা করেছে।’বাংলাদেশের গণমাধ্যমের উদ্দেশে মান্টিটস্কি বলেন, ‘আমি আশা করি, আমার এ খোলাচিঠির মাধ্যমে আপনাদের পাঠকেরা ইউক্রেনসংক্রান্ত ঘটনাবলি পশ্চিমাদের দৃষ্টির বাইরে গিয়ে দেখতে পাবেন।’

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.