বাংলাদেশে করোনার জাতীয় ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয় গত ৮ ফেব্রুয়ারী থেকে। ইতোমধ্যে পুরো দেশব্যাপী মোট ৫,৪৫২,৬৩৪ জন মানুষ করোনার প্রথম ডোজের টিকা গ্রহন করেছে। এরমধ্যে ৩,৩৮৬,৩৫৩ জন পুরুষ এবং ২,০০৬,২৮২ জন মহিলা। টিকা নেয়ার নীতিমালা অনুযায়ী যদিও প্রথমে নির্দেশনা ছিল যে, প্রথম ডোজ নেয়ার ১মাস পর ২য় ডোজের টিকা নিতে হবে কিন্তু পরবর্তীতে সেই নীতিমালা পরিবর্তন হয়। জানানো হয় যে, প্রথম ডোজের টিকা নেয়ার ৮সপ্তাহ পর ২য় ডোজের টিকা নিতে হবে।
এই হিসাব অনুযায়ী, তাই আগামী ৮এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ২য় ডোজের টিকা প্রদান। যারা ১ম ডোজের টিকা নিয়েছে তাদেরকে ৮ সপ্তাহ পর মোবাইলে মেসেজ পেলে নির্দিষ্ট কেন্দ্রে টিকার কার্ডসহ গিয়ে ২য় ডোজের টিকা নিতে হবে। এছাড়াও কোনো কারনে মোবাইলে মেসেজ না পেলেও ৮ সপ্তাহ পূর্ণ হওয়ার পর টিকার কার্ডসহ কেন্দ্রে গিয়ে ২য় ডোজের টিকা গ্রহণ করা যাবে।এছাড়া প্রথম ডোজের টিকা প্রদান এখনো চলমান রয়েছে। যার জন্য অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে এবং এরপর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।