রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক তরুণী মারা গেছেন। দুই পা বিচ্ছিন্ন ও রক্তাক্ত অবস্থায় রেললাইনে পড়ে ছিলেন তিনি। উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তাঁর মৃত্যু হয়।ওই তরুণীর নাম আলোর রিবেরো। রোববার বেলা তিনটার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি ঘটলে আবার ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাঁকে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে খিলগাঁও রেলগেট এলাকায় রেললাইনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ট্রেনে কাটা পড়ার তথ্য পাওয়া গেলেও কোন ট্রেনে তিনি কাটা পড়েন, তা জানা যায়নি। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
মেহেদী হাসান জানান, আলোর রিবেরোর বাবার নাম মুকুল রিবেরো। তেজগাঁওয়ের মণিপুরীপাড়ায় তাঁরা থাকতেন। তিনি আরও জানান, তরুণীকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাত সোয়া আটটার দিকে ঢাকা মেডিকেলে ফিরিয়ে আনা হয়। সেখানে মারা যান তিনি।