বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য প্রস্তুতি পর্ব -১ নিয়ে আজকের আলোচনা করা হল। বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য খুব কঠিন কারো কাছে আবার কারো কাছে খুবই সহজ। সব থেকে বড় কথা হল প্রাকটিসের অপোজিট কিছুই নাই। বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য তে ভাল করতে চাইলে বেশী করে চর্চা করুন। আশা করা যায় আপনি এই বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য এ ভাল করতে পারবেন।
১. সমাস ভাষাকে –
, ক. বিস্তৃত করে , খ. সংক্ষেপ করে , গ. অর্থবোধক করে , ঘ. ভাষারূপ ক্ষু্ন্ন
উত্তর : , খ. সংক্ষেপ করে
২. বৈরাগ্য সাধনে —–সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন, ক. মুক্তি, খ. আনন্দ, গ. আশ্বাস, ঘ. বিশ্বাস
উত্তর : , ক. মুক্তি
৩. বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে ? , ক. প্যারিচাঁদ মিত্র, , খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, , গ. বিহারীলাল চক্রবর্তী, , ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : , গ. বিহারীলাল চক্রবর্তী
৪. কোনটি শুদ্ধ বাক্য ?, ক. একটি গোপন কথা বলি, খ. একটা গোপনীয় কথা বলি, গ. একটি গুপ্ত কথা করি, ঘ. একটি গোপন কথা বলি
উত্তর : , খ. একটা গোপনীয় কথা বলি
৫. ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ?, ক. সদাচার, , খ. নিষ্ঠা, , গ. সংযম, , ঘ. সততা, উত্তর : , ক. সদাচার
৬. সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ?, ক. বিস্ময়, খ. নির্ভর, গ. দ্বিধা, ঘ. প্রত্যয়
উত্তর : , ঘ. প্রত্যয়
৭. ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন -, ক. ক্ষমাপ্রার্থী, খ. ক্ষমার্হ, গ. ক্ষ্যমাপ্রদ, ঘ. ক্ষমা
উত্তর : , খ. ক্ষমার্হ
৮. ‘—— সেপ্টম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস’ । শূণ্যস্থান পূরণ করুন ।, ক. ৬ ই, খ. ৮ ই, গ. ৫ ই, ঘ. ১০ ই
উত্তর : , খ. ৮ ই
৯. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা -, ক. মোঃ বরকতউল্লাহ, খ. মুহম্মদ আব্দুল হাই, গ. মাওলানা আকরাম খাঁ, ঘ. মুহম্মদ শহীদুল্লাহউত্তর : , গ. মাওলানা আকরাম খাঁ
১০. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা -, ক. আতাউর রহমান খান, খ. আবুল মনসুর আহমদ, গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ, ঘ. মুহম্মদ আব্দুল হাই
উত্তর : , খ. আবুল মনসুর আহমদ
১১. পুঁথি সাহিত্যের প্রাচীন তম লেখক -, ক. ভারতচন্দ্র রায়, খ. কাজী দৌলত, গ. সৈয়দ হামজা, ঘ. আব্দুল হাকিম
উত্তর : , গ. সৈয়দ হামজা
১২. ‘চাচা কাহিনীর’ লেখক -, ক. সৈয়দ শামছুল হক, খ. শওকত ওসমান, গ. সৈয়দ মুজতবা আলী, ঘ. ফররুখ আহমেদ
উত্তর : , গ. সৈয়দ মুজতবা আলী
১৩. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে -, ক. কারক, খ. শব্দ, গ. পদ, ঘ. ক্রিয়াপদ
উত্তর : , গ. পদ
১৪. রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক -, ক. তারাশংকর, খ. শরৎচন্দ্র, গ. বঙ্গিমচন্দ্র, ঘ. নজরুল ইসলাম
উত্তর : , খ. শরৎচন্দ্র
১৫. বেগম রোকেয়ার রচনা কোনটি ?, ক. আয়না, খ. ভাষা ও সাহিত্য, গ. অবরোধবাসিনী, ঘ. লাল সালু
উত্তর : , গ. অবরোধবাসিনী
১৬. কেনাটি শুদ্ধ ?, ক. সৌজন্যতা, খ. সৌজন্নতা, গ. সৌজন্য, ঘ. সৌজন্নউত্তর : , গ. সৌজন্য
১৭. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ -, ক. অমাবস্যা, খ. গলাধাক্কা দেওয়া, গ. কাস্তে, ঘ. দ্বিতীয়উত্তর : , খ. গলাধাক্কা দেওয়া
১৮. ‘সূর্য’ – এর প্রতিশব্দ, ক. সধাংশু, খ. শশাংক, গ. আদিত্য, ঘ. বিধুউত্তর : , গ. আদিত্য
১৯. আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহন করেছে-
, a) প্রর্তুগ্রীজ ভাষা হতে, b) আরবী ভাষা হতেc) দেশী ভাষা হতেd) ওলন্দাজ ভাষা হতেAns: , a) প্রর্তুগ্রীজ ভাষা হতে
২০. শুদ্ধ বানান কোনটি?
, a) মূমুর্ষু, b) মুমূর্ষুc) মুমুষৃd) মুমুর্ষুAns: , b) মুমূর্ষু
২১. গুরুচন্ডলী দোষমুক্ত কোনটি?
শবপোড়া
মড়াদাহ
শবদাহ
শবমড়া
Ans: শবদাহ
২২. কবর নাটকটির লেখক –
জসীমউদ্দীন
মুনির চৌধুরী
নজরুল ইসলাম
দ্বিজেন্দ্রলাল রায়
Ans:মুনির চৌধুরী
২৩. উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
কারো পৌষ মাষ-কারো সর্বনাস
চাল না চুলো-ঢেকি না কুলো
সাপও মরে লাঠি ও না ভাঙ্গে
বোঝার উপর শাকের আৎটি
Ans:সাপও মরে লাঠি ও না ভাঙ্গে
২৪. শুদ্ধ বাক্য কোনটি?
দুর্বল বসত অনাথিনী বসে পড়ল
দুর্বলতা বসত অনাথিনী বসে পড়ল
দুর্বলা বসত অনাথা বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
Ans:দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
২৫. ক্রিয়া পদের মুল অংশকে বলা হয় –
বিভক্তি
ধাতু
প্রত্যয়
কৃৎ
Ans: ধাতু
২৫. রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ
রত্না + কর
রত্ন + কর
রত্না + আকর
রত্ন + আকর
Ans: রত্ন + আকর
২৬. কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে?
পাকা পাকা আম
ছি ছি কি করছ
নরম নরম হাত
উড় উড় মন
Ans: পাকা পাকা আম
২৭. কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক?
যত গর্জে তত বৃষ্টি হয় না
অধিক সন্যাসীতে গাজন নষ্ট
নাচতে না জানলে উঠান বাকা
যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়
Ans: অধিক সন্যাসীতে গাজন নষ্ট
২৮. বাংলায় টি, এস, এলিয়টের কবিতার প্রথম অনুবাদক?
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
সুদীন্দ্রনাথ দত্ত
বুদ্ধদেব বসু
Ans: বিষ্ণু দে
২৯. আগ্নিবীণা কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
অগ্রপথিক
বিদ্রোহী
প্রলয়উল্লাস
ধুমকেতু
Ans:প্রলয়উল্লাস
Tag: studybox academy,bcs,bcs solution,bcs exam,bcs job solution,bcs math,bank job solution,general knowledge,bcs bangla,bcs preparation,সাধারণ জ্ঞান,বাংলাদেশ বিষয়াবলী,জব সলুশন,বাংলা সাহিত্য,বিসিএস,চাকরির পরীক্ষা,40th bcs,৪০ তম বিসিএস,bcs question,প্রাথমিক শিক্ষক,শিক্ষক নিবন্ধন,জব সলিউশন,rizu ahmed,bcs preparation bangla,বাংলা ভাষা ও ব্যাকরণ,বাংলা ভাষা ও সাহিত্য,ইংরেজি ভাষা ও সাহিত্য,study box academy,২০-৩৯তম বিসিএস প্রশ্ন সমাধান,
৩০. শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত –
কবিতার নাম
গল্প সংকোলনের নাম
উপন্যাসের নাম
কাব্য সংকোলনের নাম
Ans: উপন্যাসের নাম
৩১. কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়?
তিনিই সমাজের মাথা
মাথা খাটিয়ে কাজ করবে
লজ্জায় মাথা কাটা গেল
মাথা নেই তার মাথা ব্যাথা
Ans:মাথা খাটিয়ে কাজ করবে
৩২. কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
নিখুত
আনমনা
অবহেলা
নিমরাজী
Ans: নিমরাজী
৩৩. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’র রচয়তা-
শামসুর রহমান
আলতাফ মাহমুদ
হাসান হাফিজুর রহমান
আবদুল গাফফার চৌধুরী
Ans:আবদুল গাফফার চৌধুরী
৩৪. কোনটি তদ্ভব শব্দ?
চাঁদ
সূর্য
নক্ষত্র
গগন
Ans: চাঁদ
৩৫. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
কেশব চন্দ্র সেন
গিরিশ চন্দ্র সেন
মাওলানা মনিরুজ্জামান ইসলামবাদী
মাওলানা আকরাম খা
Ans: গিরিশ চন্দ্র সেন
৩৬. রূপসী বাংলার কবি-, ক. জসীমউদ্দীন, খ. জীবনানন্দ দাশ, গ. কালিদাস রায়, ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর : , খ. জীবনানন্দ দাশ
৩৭. ‘বটতলার পুঁথি’ বলতে বুঝায়-, ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডলিপি, খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য, গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য, ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
উত্তর : , গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
৩৮. এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;-, ক.অউক্ত, , খ.অব্যক্ত, , গ.অনুক্ত, , ঘ.ব্যক্ত
উত্তর : , গ.অনুক্ত
২
৩৯. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-, ক. রাম বসু এবং ভোলা ময়রা, , খ. এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়, , গ. সাবিরিদ খান এবং দশরথী রায়, , ঘ. আলাওল এবং ভারতচন্দ্র
উত্তর : , খ. এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
৪০. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?, ক. ঠগী, খ. পানাস, গ. পাঠক, ঘ. সেলামী
উত্তর : , গ. পাঠক
৪১. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?, ক. অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম, খ. বক ধার্মিক; বিড়াল তপস্বী, গ. রুই-কাতলা; কেউ কেটা, ঘ. বক ধার্মিক; ভিজে বেড়ালউত্তর : , খ. বক ধার্মিক; বিড়াল তপস্বী
৪২. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-, ক. নাটক, খ. ছোটগল্প, গ. প্রবন্ধ, ঘ. গীতিকবিতা
উত্তর : , ঘ. গীতিকবিতা
৪৩. মুসলমান কবি রচিত প্রাচীন তম বাংলা কাব্য-, ক. ইউসুফ জুলেখা, খ. রাসুল বিজয়, গ. নুরনামা, ঘ. শবে মেরাজউত্তর : , ক. ইউসুফ জুলেখা
৪৪. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-, ক. চাকু, চাকর, খ. খদ্দর, হরতাল, গ. চা, চিনি, ঘ. রিক্সা, রেস্তোরাঁউত্তর : , গ. চা, চিনি
৪৫. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত-, ক. ভাষাতত্ত্ববিদ, খ. সাহিত্যের ইতিহাস রচয়িতা, গ. ইসলাম প্রচারক, ঘ. সমাজ সংস্কারক
উত্তর : , ক. ভাষাতত্ত্ববিদ
৪৬. ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-, ক. বিভক্তি, খ. ধাতু, গ. প্রত্যয়, ঘ. কৃৎ
উত্তর : , খ. ধাতু
৪৭. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?, ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত, খ. মধুসূদন দত্ত, গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তর : , ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
৪৮. শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন -, ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন, খ. বিদ্যান ব্যক্তিগ দারিদ্রতার শিকার হন, গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন, ঘ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন
উত্তর : , গ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
৪৯. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?, ক. নিখুঁত, খ. আনমনা, গ. অবহেলা, ঘ. নিমরাজি
উত্তর : , ঘ. নিমরাজি
৫০. কোন বানানটি শুদ্ধ? , ক. পাষাণ, , খ. পাষান, , গ. পাসান, , ঘ. পাশান উত্তর : , ক. পাষাণ
৫১. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন তম মুসলমান কবি-, ক. শাহ্ মোহাম্মদ সগীর, , খ. সাবিরিদ খান, , গ. শেখ ফয়জুল্লাহ, , ঘ. মুহম্মদ করীর
উত্তর : , ক. শাহ্ মোহাম্মদ সগীর
৫২. “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-, ক. রামনিধি গুপ্ত, , খ. রবীন্দ্রনাথ ঠাকুর, , গ. অতুল প্রসাদ সেন, , ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর : , গ. অতুল প্রসাদ সেন
৫৩. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-, ক. মহাকাব্য, খ. পত্রকাব্য, গ. গীতিকাব্য, ঘ. আখ্যানকাব্য
উত্তর : , খ. পত্রকাব্য
৫৪. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?, ক. কৃষ্ণকান্তের উইল, খ. চোখের বালি, গ. গৃহদাহ, ঘ. পথের প্যাঁচালী
উত্তর : , ক. কৃষ্ণকান্তের উইল
৫৫. নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?, ক. ঘোড়াকে চাবুক মার, , খ. ডাক্তার ডাক, , গ. গাড়ি স্টেশন ছেড়েছে, , ঘ. মুষলধারে বৃষ্টি পড়েছে
উত্তর : , ক. ঘোড়াকে চাবুক মার
৫৬. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -, ক. ২ মার্চ , , খ. ২৩ মার্চ , , গ. ১০মার্চ, , ঘ. ২৫ মার্চ
উত্তর : , ক. ২ মার্চ
৫৭. ‘গম্ভীরা’ বাংলাদেশর কোন অঞ্চলের লোকসংগীত ? , ক. পার্বত্য চট্টগ্রাম, , খ. সিলেট, , গ. রাজশাহী, , ঘ. রংপুর ————-উত্তর : , গ. রাজশাহী
৫৮. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন -, ক. শায়েস্তা খান, , খ. নবাব সলিমুল্লাহ, , গ. মির্জা আহমেদ খান, , ঘ. নওয়াব আবদুল গনি,———————–উত্তর : , গ. মির্জা আহমেদ খান
৫৯. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে ? , ক. ফখরুদ্দিন মোবারক শাহ, , খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্, , গ. আকবর, , ঘ. ঈসা খাঁন, ———উত্তর : , খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ্
৬০. বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গিয়াছে -, ক. জামালগঞ্জে, , খ. জকিগঞ্জে, , গ. বিজয়পুরে, , ঘ. রানীগঞ্জে, —————উত্তর : , ক. জামালগঞ্জে
৬১. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে -, ক. রানীগঞ্জে, , খ. বিজয়পুরে, , গ. টেকেরহাটে, , ঘ. বাগালীবাজারে
উত্তর : , খ. বিজয়পুরে
৬২. “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এর রচিয়তা -, ক. জহির রায়হান, , খ. গাফফার চৌধুরী, , গ. শামসুর রাহমান, , ঘ. মাহবুব আলম চৌধুরী
উত্তর : , ঘ. মাহবুব আলম চৌধুরী
৬৩. গোঁফ-খেজুরে’ -এ বাগ্ধারাটির অর্থ কী? , ক. আরামপ্রিয়, , খ. উদাসীন, , গ. নিতান্ত অলস, , ঘ. পরমুখাপেক্ষী
উত্তর : , গ. নিতান্ত অলস
৬৪. কোন দুটি অঘোষ ধ্বনি?, ক. চ,ছ, , খ. ড,ঢ, , গ. ব,ভ, , ঘ. দ,ধ
উত্তর : , ক. চ,ছ
৬৫. কোন বাক্যে ‘ঢাক্ ঢাক্ গুডু গুডু’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? , ক. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,কাজে লেগে যাও, , খ. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল, , গ. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,কী খাবে বল, , ঘ. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,নিজের পায়ে দাঁড়াও
উত্তর : , খ. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল
৬৬. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-, ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী, , খ. মধুসূদন ও কুমুদিনী, , গ. গোবিন্দলাল ও রোহিনী, , ঘ. সুরেশ ও অচলা
উত্তর : , গ. গোবিন্দলাল ও রোহিনী
৬৭. ‘যা পূর্বে ছিল এখন নেই’ -এক কথায় কী হবে? , ক. অপূর্ব, , খ. অদৃষ্টপূর্ব, , গ. অভূতপূর্ব, , ঘ. ভূতপূর্ব
উত্তর : , ঘ.ভূতপূর্ব
৬৮. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? , ক. ধন অপেক্ষা মান বড়, , খ. তোমাকে দিয়ে কিছু হবে না, , গ. ঢং ঢং ঘন্টা বাজে, , ঘ. লেখাপড়া কর,নতুবা ফেল করবে, ———-উত্তর : , ঘ.লেখাপড়া কর,নতুবা ফেল করবে
৬৯. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়? , ক. ১৯৫১ সালে, , খ. ১৯৬১ সালে, , গ. ১৯৭১ সালে, , ঘ. ১৯৮১ সালে
উত্তর : , খ. ১৯৬১ সালে
৭০. ইসলামের ইতাহসে ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? , ক. জিঞ্জীর-কাজী নজুরুল ইসলাম, , খ. সাত সাগরের মাঝি-ফররুক আহমদ, , গ. দিলরুবা-আবদুল কাদির, , ঘ. নূরনামা-আবদুল হাকিম, ———–উত্তর : , খ. সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
৭১. ‘অনল প্রবাহ’ রচনা করেন? , ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, , খ. মোজাম্মেল হক, , গ. এয়াকুব আলী চৌধুরী, , ঘ. মুনিরুজ্জামান ইসলামবাদী
উত্তর : , ক. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
৭২. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?, ক. আমি ভাত খাচ্ছি, খ. আমি ভাত খেয়ে স্কুলে যাব, গ. আমি দুপুরে ভাত খাই, ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
উত্তর : , গ. আমি দুপুরে ভাত খাই
৭৩. জীবনান্দ দাশের কাব্যগ্রন্থ?, ক. ধূসর পান্ডুলিপি, খ. নাম রেখেছি কোমল গান্ধার, গ. একক সন্ধ্যায় বসন্ত, ঘ. অন্ধকার একা
উত্তর : , ক. ধূসর পান্ডুলিপি
৭৪. ‘বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে’-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-, ক. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে, , খ. বনের পশু বনে থাকতে ভালবাসে, , গ. জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর, , ঘ. প্রকৃতির রূপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
উত্তর : , গ. জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
৭৫. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? , ক. ওরা কী করে, , খ. আপনি আসবেন, , গ. আমরা যাচ্ছি, , ঘ. তোরা খাসনে
উত্তর : , ক. ওরা কী করে
৭৬. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত-, ক. ঘর থেকে ছাড়া-ঘরছাড়া, , খ. অরুণের মত রাঙা- অরুণরাঙা, , গ. হাসি মাখা মুখ- হাসিমুখ, , ঘ. ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী, ————–উত্তর : , গ. হাসি মাখা মুখ- হাসিমুখ
৭৭. কোনটি ঐতিহাসিক নাটক?, ক. শর্মিষ্ঠ্যা, , খ. রাজসিংহ, , গ. পলাশীর যুদ্ধ, , ঘ. রক্তাক্ত প্রান্তর
উত্তর : , ঘ. রক্তাক্ত প্রান্তর
৭৮. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে?, ক. মহাকাব্যে, খ. নাটকে, গ. পত্রকাব্যে, ঘ. সনেটে
উত্তর : , ঘ. সনেটে
৭৯. ‘মোসলেন ভারত’ নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?, ক. মীর মোশাররফ হোসেন, খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ, গ. মোজাম্মেল হক, ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
উত্তর : , গ. মোজাম্মেল হক
৮০. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?, ক. হাতি/হাতী, খ. নারি/নারী, গ. জাতি/জাতী, ঘ. দাদি/দাদী[বি.দ্র. এখানে কোনো শুদ্ধ উত্তর নেই।আধুনিক বানান রীতিতে হাতী ও দাদী অশুদ্ধ।]
উত্তর : , ক. হাতি/হাতী
৮১. মানিক বন্দ্যোপাধায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপ্যনাসের উপজীব্য-, ক. মাঝি-মাল্লার সংগ্রমশীল জীবন, খ. জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ, গ. চাষী-জীবনের করুন চিত্র, ঘ. চরবাসীদের দুঃখী-জীবন
উত্তর : , খ. জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ
৮২. ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির;লিখে রেখ,একবিন্দু দিলেম শিশির’।-এ অংশটুকুর মূল পতিপাদ্য-, ক. প্রতিদিন, খ. প্রত্যুপকার, গ. অকৃতজ্ঞতা, ঘ. অসহিষ্ণুতা
উত্তর : , গ. অকৃতজ্ঞতা
৮৩. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?
তিতুমির
ফকির মজনু শাহ
দুদু মিয়া
হাজী শরীয়তুল্লাহ
Ans: দুদু মিয়া
৮৪. ১৯৫২ সালের তত্কালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
এক রাজনৈতিক মতবাদের
এক সাংস্কৃতিক আন্দোলনের
এক নতুন জাতীয় চেতনার
এক নতুন সমাজ ব্যবস্থার
Ans: এক নতুন জাতীয় চেতনার
৮৫. বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?
জগৎ মোহিনী
বসন্ত কুমারি
আয়না
মোহিনী প্রেমপাস
Ans: বসন্ত কুমারি
৮৬. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
প্রথম নাথ বিশী
প্রমথ চৌধুরী
প্রেমেন্দ্র মিত্র
প্রথম নাথ বসু
Ans: প্রমথ চৌধুরী
৮৭. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
আলাওল
ফকির গরীবুল্লাহ
সৈয়দ হামজা
রেজাউদ্দৌলা
Ans: ফকির গরীবুল্লাহ
৮৮. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
আনোয়ার পাশা
ইস্তাম্বুল যাত্রীর পত্র
কুচবরণ কণ্যা
সোনার শিকল
Ans: কুচবরণ কণ্যা
৮৯. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?
বেনজির আহমেদ
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাস
শামসুর রাহমান
Ans: কাজী নজরুল ইসলাম
৯০. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
১৯০৩-১৯৭৬ ইং
১৮৮৯-১৯৬৬ ইং
১৮৯৯-১৯৭৯ ইং
১৯১০-১৯৮৭ ইং
Ans: ১৯০৩-১৯৭৬ ইং
৯১. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়
Ans: ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
৯২. বাংলা ভাষার আদি স্তরের স্হিতিকাল কোনটি?
দশম থেকে চতুর্দশ শতাব্দী
একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
Ans: দশম থেকে চতুর্দশ শতাব্দী
৯৩. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
প্রমথ নাথ চৌধুরী
ঈশ্বরচন্দ্র গুপ্ত
প্যারীচাঁদ মিত্র
দীনবন্ধু মিত্র
Ans: ঈশ্বরচন্দ্র গুপ্ত
৯৪. যে ভূমিতে ফসল জন্মায় না-, ক. পতিত, খ. অনুর্বর, গ. ঊষর, ঘ. বন্ধ্যা
সমাধানঃ , গ. ঊষর
৯৫. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?, ক. বিপরীত, খ. নিকৃষ্ট, গ. বিকৃত, ঘ. অভাব
সমাধানঃ , ক. বিপরীত
৯৬. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?, ক. হাসান হাফিজুর রহমান, খ. আল মাহমুদ, গ. হুমায়ুন আজাদ, ঘ. শক্তি চট্টোপাধ্যায়
সমাধানঃ , খ. আল মাহমুদ
৯৭. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?, ক. আলালের ঘরের দুলাল, খ. জোহরা, গ. মৃত্যুক্ষুধা, ঘ. হাজার বছর ধরে
সমাধানঃ , ক. আলালের ঘরের দুলাল
৯৮. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?, ক. ১৮৬৫, খ. ১৮৭২, গ. ১৯৭৫, ঘ. ১৯৮১
সমাধানঃ , খ. ১৮৭২
৯৯. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?, ক. কাজী নজরুল ইসলাম, খ. রবীন্দ্রনাথ ঠাকুর, গ. গোলাম মোস্তফা, ঘ. শেখ ফজলল করিম
সমাধানঃ , ঘ. শেখ ফজলল করিম
১০০. শুদ্ধ বানানটি নির্দেশ কর?, ক. মুহুর্মুহু, খ. মূহুর্মুহু, গ. মুর্হুমূর্হু, ঘ. এুর্হুর্মূহু
সমাধানঃ , ক.মুহুর্মুহু
১০১. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?, ক. দুঃ+লোক, খ. দিব্+লোক, গ. দ্বি+লোক, ঘ. দি+লোক
সমাধানঃ , খ. দিব্+লোক
১০২. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-, ক. শৈত্য, খ. শীতল, গ. উত্তাৎ, ঘ. হিম
সমাধানঃ , ক.শৈত্য
১০৩. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।, ক. ইচ্ছাময়, খ. ঐচ্ছিক, গ. ইচ্ছুক, ঘ. অনিচ্ছা
সমাধানঃ , খ. ঐচ্ছিক
১০৪. কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে?, ক. সেই বই পড়ছে, খ. সে গভীর চিন্তায় মগ্ন, গ. সে ঘুমিয়ে আছে, ঘ. সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
সমাধানঃ , ঘ. সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
১০৫. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-, ক. কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ, খ. মোহাম্মদ বরকতউল্লাহ,আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ, গ. মোহাম্মদ আকরাম হক,মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ, ঘ. কাজী ইমদাদুল হক,মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
সমাধানঃ , ক. কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
১০৬.বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-, ক. সুন্দরম, খ. লোকায়ত, গ. উত্তরাধিকার, ঘ. কিছুধ্বনি
সমাধানঃ , গ. উত্তরাধিকার
১০৭. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?, ক. বিসর্জন, খ. ডাকঘর, গ. বসন্ত, ঘ. অচলায়তন
সমাধানঃ , গ. বসন্ত
১০৮. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”- এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?, ক. সওগাত, খ. মোহাম্মদী, গ. সমকাল, ঘ. শিখা
সমাধানঃ , ঘ. শিখা
১০৯. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?, ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে, খ. শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে, গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম, ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাত-বিচারে ভিন্ন হলেও আসলে এক
সমাধানঃ , গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
১১০. কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?, ক. গৌড়, খ. সোনারগাঁ, গ. ঢাকা, ঘ. হুগলী
সমাধানঃ , খ. সোনারগাঁ
১১১. ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ-, ক. বুদ্ধিমান, খ. বুদ্ধিজীবী, গ. মননশীল, ঘ. মেধাবী
সমাধানঃ , খ. বুদ্ধিজীবী
১১২. যা চিরস্থায়ী নয়-, ক. অস্থায়ী, খ. ক্ষণিক, গ. ক্ষণস্হায়ী, ঘ. নশ্বর
সমাধানঃ , ঘ. নশ্বর
১১৩. ’অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?, ক. নেতিবাচক, খ. বিয়োগান্ত, গ. নঞর্থক, ঘ. অজানা
সমাধানঃ , গ. নঞর্থক
১১৪. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?, ক. উৎকর্ষতা, খ. উৎকর্ষ, গ. উৎকৃষ্ট, ঘ. উৎকৃষ্টতা
সমাধানঃ , গ. উৎকৃষ্ট
১১৫. “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?, ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গ. মীর মোশাররফ হোসেন, ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধানঃ , খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১১৬. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?, ক. কাজী নজরুল ইসলাম, খ. আবুল কালাম আজাদ, গ. খান মুহাম্মদ মঈনুদ্দিন, ঘ. মোহাম্মদ নাসিরুদ্দিন
সমাধানঃ , ঘ. মোহাম্মদ নাসিরুদ্দিন
১১৭. কোন গ্রন্হটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?, ক. মেঘনাদবধ কাব্য, খ. দুর্গেশ নন্দিনী, গ. নীলদর্পণ, ঘ. অগ্নিবীণা
সমাধানঃ , গ. নীলদর্পণ
১১৮. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?, ক. মোহাম্মদ আকরম খাঁ, খ.তফাজ্জল হোসেন, গ. নাসিরুদ্দীন, ঘ. সিকানদার আবু জাফর
সমাধানঃ , ঘ. সিকানদার আবু জাফর
১১৯. সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?, ক. গোলাম মোস্তফা, খ. ফররুখ আহমদ, গ. ভাই গিরীশচন্দ্র সেন, ঘ. সুনিতীকুমার চট্টোপাধ্যায়
সমাধানঃ , গ. ভাই গিরীশচন্দ্র সেন
Tag:
uttoron,bcs uttoron admission,bcs utooron,bcs admission,bcs class,bcs exam,bcs coaching,bpsc,bpsc exam,bcs job,psc,বিসিএস,বিসিএস এডমিশন,বিসিএস ক্লাস,বিসিএস কোচিং,বিসিএস পরীক্ষা,বিসিএস চাকুরি,বিসিএস জব,বিসিএস উত্তরণ,উত্তরণ,উত্তরণ ক্লাস,কাজী নজরুল ইসলাম,bcs preparation,kazi nazrul islam,
bcs preli exam tips,bcs preliminary exam,bangle for bcs,bcs bangle literature,bcs bangle preparation,bcs preparation bangla,bangle literature,bangle grammar for bcs,bcs suggestion,bcs preparation,bcs preliminary,bcs preliminary preparation,general knowledge bd,
bcs preparation,bcs suggestion,bcs syllabus,preliminary,written,viva,bcs cadre,sushanta paul,career adda,bank job,gazi mizanur rahman,bcs preliminary analysis,bcs book list,job preparation bd,41th bcs preparation,preli exam tips,motivation,bcs confidence,bcs oditi,bcs confirm,bcs porikroma,10 minute school,khairul basic math,বিসিএস,বিসিএস প্রস্তুতি,primary job preparation,primary exam date,auditor,junior auditor,bcs,#bcsot,#bcsonlinetutor,
১২০. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-, ক. বাক্যর সরল ও জটিলরূপে, খ. শব্দের রূপগত ভিন্নতায়, গ. তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে, ঘ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
সমাধানঃ , ঘ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
১২১. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?, ক. ১৯৫৫, খ. ১৯৩৫, গ. ১৯৫২, ঘ. ১৩৫২
সমাধানঃ , ক. ১৯৫৫
১২২. ‘মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’- এ পঙক্তিটি কার রচনা?, ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. কাজী নজরুল ইসলাম, গ. শেখ ফজলুল করিম, ঘ. শামসুর রাহমান
সমাধানঃ , গ. শেখ ফজলুল করিম
১২৩. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?, ক. বাংলার প্রকৃতির কথা, খ. বাংলার মানুষের কথা, গ. বাংলার ইতিহাসের কথা, ঘ. বাংলার সাংস্কৃতির কথা
সমাধানঃ , ক. বাংলার প্রকৃতির কথা
১২৪. ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?, ক. চরিত্রহীন, খ. গৃহদাহ, গ. কৃষ্ণকান্তের উইল, ঘ. সংসপ্তক
সমাধানঃ , গ. কৃষ্ণকান্তের উইল
১২৫. ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?, ক. হাসান হাফিজুর রহমান, খ. বেগম সুফিয়া কামাল, গ. মুনীর চৌধুরী, ঘ. আবুল বরকত
সমাধানঃ , ক. হাসান হাফিজুর রহমান
১২৬. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?, ক. বিষবৃক্ষ, খ. গণদেবতা, গ. আরণ্যক, ঘ. ঘরে বাইরে
সমাধানঃ , ঘ. ঘরে বাইরে
১২৭. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?, ক. বারীন্দ্রকুমার ঘোষ, খ. রবীন্দ্রনাথ ঠাকুর, গ. বীরজাসুন্দরী দেবী, ঘ. মুজাফফর আহমদ
সমাধানঃ , খ. রবীন্দ্রনাথ ঠাকুর
১২৮. পর্তুগিজ ভাষা থেকে নিন্মোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?, ক) টেবিল, খ) চেয়ার, গ) বালতি, ঘ) শরবত
————-উত্তরঃ , গ) বালতি
১২৯. ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিন্মোক্ত একটি এলাকায় অবস্থিত-, ক) চকবাজার, খ) সদরঘাট, গ) লালবাগ, ঘ) ইসলামপুর————-উত্তরঃ , ক) চকবাজার
১৩০. ‘কর্নার স্টোন অব পিস’ এ স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-, ক) মাকাও, খ) হাইতি, গ) ওকিনাওয়া, ঘ) ভিয়েতনাম————-উত্তরঃ , খ) হাইতি১৪। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-, ক) রাজ কাঁকড়া, খ) গণ্ডার, গ) পিপীলিকাভুক ম্যানিস, ঘ) স্নো লোরিস————-উত্তরঃ , ক) রাজ কাঁকড়া
১৩১. ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-, ক) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড, খ) কনসেনট্রেটেড নাইট্রিক এসিড, গ) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ, ঘ) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
————-উত্তরঃ , ঘ) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
১৩২. বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-, ক) ১ মিটার, খ) ১০ মিটার, গ) ১৫ মিটার, ঘ) ৩০ মিটার
————-উত্তরঃ , খ) ১০ মিটার
১৩৩. বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-, ক) ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ, খ) ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়, গ) হরপ্রসাদ শাস্রী, ঘ) ডঃ সুকুমার সেন
————-উত্তরঃ , গ) হরপ্রসাদ শাস্রী
১৩৪. হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-, ক) দৌলত উজীর বাহরাম খান, খ) সৈয়দ সুলতান, গ) আব্দুল করিম সাহিত্যবিশারদ, ঘ) আলাওল
————-উত্তরঃ , ঘ) আলাওল
১৩৫. ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়-, ক) ১৮৪১ সালে, খ) ১৮৪২ সালে, গ) ১৮৫০ সালে, ঘ) ১৮৪৩ সালে
————-উত্তরঃ ১৮৪৩ সালে
১৩৬. উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য-, ক) অব্যয় ও শব্দাংশ, খ) নতুন শব্দ গঠনে, গ) ‘উপসর্গ’ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে, ঘ) ভিন্ন অর্থ প্রকাশে
————-উত্তরঃ , গ) ‘উপসর্গ’ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে
১৩৭. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-, ক) স্বরবৃত্ত, খ) পয়ার, গ) মাত্রাবৃত্ত, ঘ) অক্ষরবৃত্ত
————-উত্তরঃ , ক) স্বরবৃত্ত
১৩৮. ”মধুরচেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি” । কবিতার এই অংশবিশেষের রচিয়তা -, ক) রবীন্দ্রনাথ ঠাকুর, খ) মোহাম্মদ মনিরুজ্জামান, গ) সত্যেন্দ্রনাথ দত্ত, ঘ) নির্মেলেন্দু গুণ
————-উত্তরঃ , গ) সত্যেন্দ্রনাথ দত্ত
১৩৯. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু । এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল -, ক) ইউরোপের হল্যান্ড থেকে, খ) দক্ষিণ আমেরিকা পেরু-চিলি থেকে, গ) আফ্রিকার মিশর থেকে, ঘ) এশিয়ার থাইল্যান্ড থেকে
————-উত্তরঃ , ক) ইউরোপের হল্যান্ড থেকে
১৪০. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা -, ক) মারিস্যা ভ্যালি, খ) খাগড়া ভ্যালি, গ) জাবরী ভ্যালি, ঘ) ভেঙ্গী ভ্যালি
————-উত্তরঃ , ঘ) ভেঙ্গী ভ্যালি
১৪১. বাংলাদেশে প্রথম চায়ের আরম্ভ হয় -, ক) সিলেটের মালনীছড়ায়, খ) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে, গ) সিলেটের জাফলং, ঘ) সিলেটের তামাবিলে————-উত্তরঃ , ক) সিলেটের মালনীছড়ায়
১৪২. ‘স্টেপস’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছে । এর ভাস্কর এর নাম -, ক) নভেরা আহমেদ, খ) হামিদুজ্জামান খান, গ) আব্দুল্লাহ খালেক, ঘ) সুলতান ইসলাম
————-উত্তরঃ , খ) হামিদুজ্জামান খান
১৪৩. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিন্মোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-, ক) মুকুন্দুরাম চক্রবর্তী, খ) ভারতচন্দ্র রায়, গ) মদনমোহন তর্কালংকার, ঘ) কামিনী রায়
————-উত্তরঃ ভারতচন্দ্র রায়
১৪৪. ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরষ্কার পেয়েছেন-, ক) হুমায়ূন আজাদ, খ) আহমদ রফিক, গ) ওয়াকিল আহমদ, ঘ) আবদুল মতিন খান
————-উত্তরঃ , গ) ওয়াকিল আহমদ
১৪৫. ‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা-, ক) লালন শাহ্, খ) সিরাজ সাঁই, গ) মদন বাউল, ঘ) পাগলা কানাই
————-উত্তরঃ , ক) লালন শাহ্
১৪৬. ‘অক্ষির সমীপে’র সংক্ষেপে হলো-, ক) সমক্ষ, খ) পরোক্ষ, গ) প্রত্যক্ষ, ঘ) নিরপেক্ষ————-উত্তরঃ , ক) সমক্ষ৭৪। ‘হযরত মোহাম্মদ (সঃ) ছিলেন আদর্শ মানব’- বাক্যটি নিন্মোক্ত একটি শ্রেণীর-, ক) মিশ্র, খ) জটিল, গ) যৌগিক, ঘ) সরল
————-উত্তরঃ , ঘ) সরল
১৪৭. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস -, ক) দ্বন্দ, খ) বহুব্রীহি, গ) কর্মধারয়, ঘ) তৎপুরুষ————-উত্তরঃ , খ) বহুব্রীহি
১৪৮. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মোক্ত একটি ভাষা থেকে -, ক) সংস্কৃত, খ) পালি, গ) প্রাকৃত, ঘ) অপভ্রংশ————-উত্তরঃ , গ) প্রাকৃত
১৪৯. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দসমষ্টিকে বাগ করা যায় -, ক) দুই ভাগে, খ) তিন ভাগে, গ) চার ভাগে, ঘ) পাঁচ ভাগে————-উত্তরঃ , খ) তিন ভাগে
১৫০. বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বুঝায় -, ক) সু্ইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, খ) চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, গ) বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ঘ) ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
————-উত্তরঃ , গ) বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
Tag:
studybox academy,bcs,bcs job solution,bcs math,bank job solution,bcs bangla,bcs preparation,সাধারণ জ্ঞান,জব সলুশন,বাংলা সাহিত্য,বিসিএস,bcs question,প্রাথমিক শিক্ষক,শিক্ষক নিবন্ধন,জব সলিউশন,rizu ahmed,bcs preparation bangla,বাংলা ভাষা ও ব্যাকরণ,বাংলা ভাষা ও সাহিত্য,ইংরেজি ভাষা ও সাহিত্য,study box academy,বিসিএস বাংলা সাহিত্য,পিএসসি নির্ধারিত ১১ জন কবি/সাহিত্যিকের পরিচিতি,বিসিএস রবীন্দ্রনাথ ঠাকুর,কাজী নজরুল বিসিএস,জসীমউদদীন,বঙ্কিমচন্দ্র,বেগম রোকেয়া,
bcs bangla grammer,bcs preparation,bcs preparation for beginner,bangla 2nd paper,online school for all,bangla grammar,bcs bangla,বাংলা ব্যাকরণ,বিসিএস,স্পেশাল বিসিএস,
bangla literature,bangla shahitto,bcs bangla literature,বাংলা সাহিত্য,bcs bangla written,41st bcs,bcs preliminary,bcs exam preparation,41st bcs preliminary,41st bcs written exam,bank job preparation,government bank job,bank job exam,iba exam questions of bangla,বাংলা ব্যাকরণ,bcs bangla preparaton,
১৫১. বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?, ক. শব্দ, খ. বর্ণ, গ. ধ্বনি, ঘ. চিহ্ন
উত্তর : , ক. শব্দ
১৫২. সন্ধির প্রধান সুবিধা কি?, ক. পড়ার সুবিধা, খ. লেখার সুবিধা, গ. উচ্চারণের সুবিধা, ঘ. শোনার সুবিধাউত্তর : , গ. উচ্চারণের সুবিধা
১৫৩. কোন বানান টি শুদ্ধ?, ক. সমীচীন, খ. সমিচীন, গ. সমীচিন, ঘ. সমিচিন
উত্তর : , ক. সমীচীন
১৫৪. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?, ক. শেষের কবিতা, খ. দোলনচাঁপা, গ. সোনারতরী, ঘ. মানসীউত্তর : , খ. দোলনচাঁপা
১৫৫.কাজী ইমদাদুল হকের ‘আব্দুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী?, ক. চাষী জীবনের করুণ চিত্র, খ. কৃষক সমাজের সংগ্রামশীল জীবন, গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র, ঘ. মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
উত্তর : , গ. তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
১৫৬. ১৯৫২ সালের ২১ এ ফেব্রুয়ারি পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে?, ক. কবির চৌধুরী, খ. মুনীর চেীধুরী, গ. সৈয়দ শামসুল হক, ঘ. মুনতাসীর মামুনউত্তর : মুনীর চেীধুরী
১৫৭. ‘সততা সর্ব উৎকৃস্ট পন্থা’- কোনটির অনুবাদ?, ক. Honesty is the best virtue, খ. Honesty is the better way, গ. Honesty is a good way, ঘ. Honesty is the best policy
উত্তর : , ঘ. Honesty is the best policy
১৫৮. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত?, ক. ১১টি, খ. ৯টি, গ. ১০টি, ঘ. ৮টিউত্তর : , গ. ১০টি
১৫৯. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’-এটি কোন ধরনের বাক্য?, ক. যৌগিক বাক্য, খ. সাধারণ বাক্য, গ. মিশ্র বাক্য, ঘ. সরল বাক্য
উত্তর : , ক. যৌগিক বাক্য
১৬০. ‘একাদশে ববৃড়ীহস্পতি-এর অর্থ কী?, ক. আশার কথা, খ. সৌভাগ্যের বিষয়, গ. মজা পাওয়া, ঘ. আনন্দের বিষয়উত্তর : , খ. সৌভাগ্যের বিষয়
১৬১. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?, ক. সাহেব, খ. বেয়াই, গ. সঙ্গী, ঘ. কবিরাজ
উত্তর : , ঘ. কবিরাজ
১৬২ . সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?, ক. কবিতার পঙক্তিতে, খ. গানের কলিতে, গ. গল্পের বর্ণনায়, ঘ. নাটকের সংলাপে
উত্তর : , ঘ. নাটকের সংলাপে
১৬৩. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?, ক. ননদ, খ. প্রিয়, গ. শিষ্যা, ঘ. আয়া
উত্তর : , ক. ননদ
১৬৪. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?, ক. নাম পদ, খ. উপ পদ, গ. প্রতিপাদিক, ঘ. উপমিত
উত্তর : , গ. প্রতিপাদিক
১৬৫. কোন বাক্যটি দ্বারা অনুরধ বুঝায়?, ক. তুই বাড়ি যা, খ. ক্ষমা করা ঘোর অপরাধ, গ. কাল একবার এসো, ঘ. দূর হও
উত্তর : , গ. কাল একবার এসো
১৬৬. ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?, ক. আন, খ. আই, গ. আল, ঘ. আওউত্তর : , খ. আই
১৬৭. ‘বচন’ অর্থ কী?, ক. সংখ্যার ধারণা, খ. গণনার ধারণা, গ. ক্রমের ধারণা, ঘ. পরিমাপের ধারণা
উত্তর : , ক. সংখ্যার ধারণা
১৬৮. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’- বাক্যে ‘মরি মরি’ কোন শ্রেণীর অব্যয় ?, ক. সমুচ্চয়ী, খ. অনন্বয়ী, গ. পদান্বয়ী, ঘ. অনুকার
উত্তর : , খ. অনন্বয়ী
১৬৯. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?, ক. দুল+না, ক. দোল+না, গ. দোল+অনা, ঘ. দোলনা+আ
উত্তর : , ক. দুল+না
১৭০. ‘কৌশলে কার্যোদ্ধার’- অর্থ কোনটি?, ক. গাছে তুলে মই কাড়া, ক. এক ক্ষুরে মাথা মোড়ানো, গ. ধরি মাছ না ছুই পানি, ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া
উত্তর : , গ. ধরি মাছ না ছুই পানি
১৭১. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?, ক. রূপতত্ত্ব, খ. ধ্বনিতত্ত্ব, গ. পদক্রম, ঘ. বাক্য প্রকরণউত্তর : , খ. ধ্বনিতত্ত্ব
১৭২. কোনটি অপ্রানীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়?, ক. বৃন্দ, খ. কুল, গ. বর্গ, ঘ. গ্রাম
উত্তর : , ঘ. গ্রাম
১৭৩. ‘পদ’ বলতে কী বোঝায়?, ক. কবিতার চরণ, খ. যে কোন শব্দ, গ. প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু, ঘ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু——— উত্তর: , ঘ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
১৭৪. কোন বানাটি শুদ্ধ?, ক. শুশ্রুষা, খ. সুশ্রুষা, গ. শুশ্রূষা, ঘ. সুশ্রুসা
——— উত্তর: , গ. শুশ্রূষা
১৭৫. ‘ঠোঁট-কাটা’ বলতে কী বোঝায়?, ক. অহংকারী, খ. স্পষ্টভাষী, গ. মিথ্যাবাদী, ঘ. পক্ষপাতদুষ্ট
——— উত্তর: , খ. স্পষ্টভাষী
১৭৬. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?, ক. কায়কোবাদ, খ. মীর মশাররফ হোসেন, গ. মোজাম্মেল হক, ঘ. ইসমাইল হোসেন সিরাজী
——— উত্তর: , খ. মীর মশাররফ হোসেন
১৭৭. কোনটি কাব্যগ্রন্থ?, ক. শেষ প্রশ্ন, খ. শেষ লেখা, গ. শেষের কবিতা, ঘ. শেষের পরিচয়
——— উত্তর: , খ. শেষ লেখা
১৭৮. নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থ কোনটি?, ক. রাজবন্দীর জবানবন্দী, খ. ব্যথার দান, গ. অগ্নিবীণা, ঘ. নবযুগ
——— উত্তর: , খ. ব্যথার দান
১৭৯. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?, ক. চিলেকোঠার সেপাই, খ. আগুণের পরশমণি, গ. একাত্তরের দিনগুলো, ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
——— উত্তর: , খ. আগুণের পরশমণি
১৮০. কোনটি শামসুর রাহমানের রচনা?, ক. নিরন্তর ঘণ্টাধ্বনি, খ. নির্জন স্বাক্ষর, গ. নিরালোক দিব্যরথ, ঘ. নির্বাণ
——— উত্তর: , গ. নিরালোক দিব্যরথ
১৮১. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ ‒ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?, ক. অবস্থাবাচক শব্দ, খ. বাক্যালঙ্কার শব্দ, গ. ধ্বন্যাত্মক শব্দ, ঘ. দ্বিরুক্ত শব্দ
——— উত্তর: , ঘ. দ্বিরুক্ত শব্দ
১৮২. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?, ক. সিংহাসন, খ. ভাই-বোন, গ. কানাকানি, ঘ. গাছপাকা
——— উত্তর: , খ. ভাই-বোন
১৮৩. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?, ক. অনতিক্রম্য, খ. অলঙ্ঘ্য, গ. দুরতিক্রম্য, ঘ. দুর্গম——— উত্তর: , গ. দুরতিক্রম্য
১৮৪. ‘ব্যাঙের সর্দি’ অর্থ কী?, ক. রোগবিশেষ, খ. সম্ভাব্য ঘটনা, গ. অসম্ভব ঘটনা, ঘ. প্রতারণা——— উত্তর: , গ. অসম্ভব ঘটনা
১৮৫. ‘সংশপ্তক’ কার রচনা?, ক. মুনীর চৌধুরী, খ. শহীদুল্লাহ কায়সার, গ. জহির রায়হান, ঘ. শওকত ওসমান
——— উত্তর: , খ. শহীদুল্লাহ কায়সার
১৮৬. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?, ক. শওকত ওসমান, খ. জহির রায়হান, গ. আবদুল গনি হাজারী, ঘ. হাসান হাফিজুর রহমান
——— উত্তর: , ঘ. হাসান হাফিজুর রহমান
১৮৭. ‘নদী ও নারী’ কার রচনা?, ক. কাজী আব্দুল ওদুদ, খ. আবুল ফজল, গ. শামসুদ্দিন আব্দুল কালাম, ঘ. হুমায়ুন কবির
——— উত্তর: , ঘ. হুমায়ুন কবির
১৮৮. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?, ক. অগ্নিকোণ, খ. মরুশিখা, গ. মরুসূর্য, ঘ. রাঙা জবা
——— উত্তর: , ঘ. রাঙা জবা
১৮৯. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?, ক. অশোক মিত্র, খ. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, গ. নীরদচন্দ্র চৌধুরী, ঘ. অতুল সুর
——— উত্তর: , গ. নীরদচন্দ্র চৌধুরী
১৯০. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?, ক. মোতাহের হোসেন চৌধুরী, খ. বিনয় ঘোষ, গ. আখতারুজ্জামান ইলিয়াস, ঘ. রাধারমণ মিত্র
——— উত্তর: , গ. আখতারুজ্জামান ইলিয়াস
১৯১. ‘কাক ভূষণ্ডি’র অর্থ কী?, ক. ষড়যন্ত্রকারী, খ. বাকসর্বস্ব, গ. দীর্ঘ প্রত্যক্ষমান, ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
——— উত্তর: , ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
১৯২. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্ তমান?, ক. কষ্ট, খ. উপনিষৎ, গ. কল্যাণীয়েষু, ঘ. আষাঢ়
——— উত্তর: , ঘ. আষাঢ়
১৯৩. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?, ক. মুহাম্মদ শহীদুল্লাহ, খ. মুহাম্মদ আবদুল হাই, গ. মুনীর চৌধুরী, ঘ. মোফাজ্জল হায়দার চৌধুরী
——— উত্তর: , ক. মুহাম্মদ শহীদুল্লাহ
১৯৪. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?, ক. দেবেন্দ্রনাথ ঠাকুর, খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, গ. রামমোহন রায়, ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
——— উত্তর: , খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৯৫. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?, ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, খ. নবীনচন্দ্র সেন, গ. মাইকেল মধুসূদন দত্ত, ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
——— উত্তর: , গ. মাইকেল মধুসূদন দত্ত
১৯৬. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?, ক. বিষের বাঁশী, খ. বন্দীর বন্দনা, গ. সন্দ্বীপের চর, ঘ. রূপসী বাংলা
——— উত্তর: , ক. বিষের বাঁশী
১৯৭. ‘কবর’ নাটক কার রচনা?, ক. শহীদুল্লাহ কায়সার, খ. জহির রায়হান, গ. মুনীর চৌধুরী, ঘ. সত্যেন সেন
——— উত্তর: , গ. মুনীর চৌধুরী
১৯৮. ‘চাঁদের হাট’ অর্থ কী?, ক. বন্ধুদের সমাগম, খ. আত্মীয় সমাগম, গ. প্রিয়জন সমাগম, ঘ.গণ্যমান্যদের সমাগম
——— উত্তর: , গ. প্রিয়জন সমাগম
১৯৯. কোন বানানটি শুদ্ধ?, ক. সূচিষ্মিতা, খ. সূচিস্মিতা, গ. সূচীস্মিতা, ঘ. সুচিস্মিতা
——— উত্তর: , ঘ. সুচিস্মিতা
২০০. ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?, ক. ক্লান্তিহীন, খ. অক্লান্ত, গ. অক্লান্ত কর্মী, ঘ. অবিশ্রাম
——— উত্তর: , গ. অক্লান্ত কর্মী
Tag:
uttoron,bcs uttoron admission,bcs utooron,bcs admission,bcs class,bcs exam,bcs coaching,bpsc,bpsc exam,bcs job,psc,বিসিএস,বিসিএস এডমিশন,বিসিএস ক্লাস,বিসিএস কোচিং,বিসিএস পরীক্ষা,বিসিএস চাকুরি,বিসিএস জব,বিসিএস উত্তরণ,উত্তরণ,উত্তরণ ক্লাস,43rd bcs preparation,43 bcs preparation,বিসিএস প্রস্তুতি,বিসিএস পরীক্ষা দিতে কি যোগ্যতা লাগে,বাংলা ভাষা ও সাহিত্য বিসিএস,bcs uttoron,bcs uttoron admission,
uttoron,bcs uttoron admission,bcs utooron,bcs admission,bcs class,bcs exam,bcs coaching,bpsc,bpsc exam,bcs job,psc,বিসিএস,বিসিএস এডমিশন,বিসিএস ক্লাস,বিসিএস কোচিং,বিসিএস পরীক্ষা,বিসিএস চাকুরি,বিসিএস জব,বিসিএস উত্তরণ,উত্তরণ,উত্তরণ ক্লাস,bcs প্রিলিমিনারি | বাংলা সাহিত্য | বৈষ্ণব পদাবলি,বৈষ্ণব পদাবলি,বাংলা সাহিত্য,bangla,বাংলা সাহিত্যের ইতিহাস,bcs bangla,bcs preparation,bcs uttoron admission,bcs uttoron,bcs bangla literature,bangla literature,
বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য 35 টি প্রশ্ন,বাংলা ভাষা ও সাহিত্য বিগত বছরের প্রশ্ন,বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য,বিসিএস বাংলা মডেল টেস্ট,বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্ট প্রশ্ন সমাধান,bcs bangla model test,bcs bangla literature question solution,
২০১. ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন?, ক. দেশি, খ. বিদেশি, গ. তৎসম, ঘ. তদ্ভব
——— উত্তর: , গ. তৎসম
২০২. ক্রিয়াপদ ‒, ক. সবসময়ে বাক্যে থাকবে, খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে, গ. শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়, ঘ. আসলে বিশেষণ থেকে অভিন্ন
——— উত্তর: , খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
২০৩. কোনটি অনুজ্ঞা?, ক. তুমি গিয়েছিলে, খ. তুমি যাও, গ. তুমি যাচ্ছিলে, ঘ. তুমি যাচ্ছ
——— উত্তর: , খ. তুমি যাও
২০৪. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়?, ক. অনুভূতি, খ. গালি, গ. প্রত্যঙ্গ, ঘ. শক্তি
——— উত্তর: , ঘ. শক্তি
২০৫. কোন বানাটি শুদ্ধ?, ক. মুমুর্ষু, খ. মুমূর্ষু, গ. মূমুর্ষু, ঘ. মূমূর্ষু
——— উত্তর: , খ. মুমূর্ষু
২০৬. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?, ক. ব্রজধামে কথিত ভাষা, খ. এক রকম কৃত্রিম কবিভাষা, গ. বাংলা ও হিন্দির যোগফল, ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা
——— উত্তর: , ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা
২০৭. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?, ক. উদাসীন, খ. প্রতিকুল, গ. রাগহীন, ঘ. বিশেষভাবে রুষ্ট
——— উত্তর: , ক. উদাসীন
২০৮. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒ কে বলেছেন?, ক. চণ্ডীদাস, খ. বিদ্যাপতি, গ. রামকৃষ্ণ পরমহংস, ঘ. বিবেকানন্দ
——— উত্তর: , ক. চণ্ডীদাস
২০৯. কোনটি রবীন্দ্রনাথের রচনা?, ক. চতুরঙ্গ, খ. চতুষ্কোণ, গ. চতুর্দশী, ঘ. চতুষ্পাঠী
——— উত্তর: , ক. চণ্ডীদাস
২১০. কোনটি কাব্যগ্রন্থ?, ক. কবিতা, খ. কাব্যপরিক্রমা, গ. কয়েকটি কবিতা, ঘ. বাঙলার কাব্য
——— উত্তর: , গ. কয়েকটি কবিতা
২১১. কোনটি নাটক?, ক. কর্তার ইচ্ছায় কর্ম, খ. গড্ডালিকা, গ. পল্লীসমাজ, ঘ. সাজাহান
——— উত্তর: , ঘ. সাজাহান
২১২. ‘আবোল-তাবোল’ কার লেখা?, ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, গ. সুকুমার রায়, ঘ. সত্যজিৎ রায়২১২০. ‘আবোল-তাবোল’ কার লেখা?, ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, গ. সুকুমার রায়, ঘ. সত্যজিৎ রায়
——— উত্তর: , গ. সুকুমার রায়
২১৩. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?, ক. দীনেশচন্দ্র সেনগুপ্ত, খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, গ. মুহম্মদ শহীদুল্লাহ, ঘ. সুকুমার সেন
উত্তর : , ক. দীনেশচন্দ্র সেনগুপ্ত
২১৪. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন?, ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়, গ. মুহাম্মদ শহীদুল্লাহ, ঘ. মুহাম্মদ এনামুল হক
উত্তর : , খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২১৫. পদাবলী-র প্রথম কবি কে?, ক. শ্রীচৈতন্য, খ. বিদ্যাপতি, গ. চণ্ডীদাস, ঘ. জ্ঞানদাস
উত্তর : , গ. চণ্ডীদাস
২১৬. দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?, ক. দুই ভাষায় রচিত পুঁথি, খ. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি, গ. তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি, ঘ. আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি
উত্তর : , খ. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
২১৭. সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন?, ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. সত্যেন্দ্রনাথ দত্ত, গ. কাজী নজরুল ইসলাম, ঘ. জসীমউদদীন
উত্তর : , ক. রবীন্দ্রনাথ ঠাকুর
২১৮. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?, ক. চোখের বালি, খ. বলাকা, গ. ঘরে-বাইরে, ঘ. রক্তকরবী
উত্তর : , ঘ. রক্তকরবী
২১৯. কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?, ক. বিদ্রোহী, খ. আনন্দময়ীর আগমনে, গ. কাণ্ডারী হুঁশিয়ার, ঘ. অগ্রপথিক
উত্তর : , খ. আনন্দময়ীর আগমনে
২২০. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?, ক. বাউণ্ডুলের আত্মকাহিনী, খ. মুক্তি, গ. হেবা, ঘ. বিদ্রোহী
উত্তর : , ক. বাউণ্ডুলের আত্মকাহিনী
২২১. সওগাত- পত্রিকার সম্পাদক কে ছিলেন?, ক. মোহাম্মদ নাসির উদ্দিন, খ. আবুল কালাম শামসুদ্দিন, গ. কাজী আব্দুল ওদুদ, ঘ. সিকান্দার আবু জাফর
উত্তর : , ক. মোহাম্মদ নাসির উদ্দিন
২২২. সাত সাগরের মাঝি- কাব্যগ্রন্থটির কবি কে?, ক. ফররুখ আহমদ, খ. আহসান হাবিব, গ. শামসুর রাহমান, ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তর : , ক. ফররুখ আহমদ
২২৩. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?, ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খ. মানিক বন্দ্যোপাধ্যায়, গ. সত্যেন সেন, ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর : , ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২২৪. অপলাপ- শব্দের অর্থ কী?, ক. অস্বীকার, খ. মিথ্যা, গ. প্রলাপ, ঘ. অসদালাপ
উত্তর : , ক. অস্বীকার
২২৫. পদ বা পদাবলী বলতে কী বুঝায়?, ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি, খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা, গ. বাউল বা মরমী গীতি, ঘ. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি২২১৩. পদ বা পদাবলী বলতে কী বুঝায়?, ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি, খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা, গ. বাউল বা মরমী গীতি, ঘ. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
উত্তর : , খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
২২৬. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনি, ক)- কারা রচনা করেন?, ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান, খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই, গ. মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা, ঘ. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
উত্তর : , ঘ. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
২২৭. কোনটি ঠিক?, ক. গোরা (নাট্যগ্রন্থ), খ. বিদ্রোহী (কাব্যগ্রন্থ), গ. পথের দাবী (উপন্যাস), ঘ. একাত্তরের দিনগুলি (উপন্যাস)
উত্তর : , গ. পথের দাবী (উপন্যাস)
২২৮. কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থ?, ক. মরুমায়া, খ. মরুভাস্কর, গ. মরুতীর্থ, ঘ. মরুকুসুম২২১৬. কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থ?, ক. মরুমায়া, খ. মরুভাস্কর, গ. মরুতীর্থ, ঘ. মরুকুসুম
উত্তর : , খ. মরুভাস্কর
২২৯. পদাবলী লিখেছেন-, ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. মাইকেল মধুসূদন, গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঘ. কায়কোবাদ২২১৭. পদাবলী লিখেছেন-, ক. রবীন্দ্রনাথ ঠাকুর, খ. মাইকেল মধুসূদন, গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঘ. কায়কোবাদ
উত্তর : , ক. রবীন্দ্রনাথ ঠাকুর
২৩০. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান- এর সম্পাদক কে?, ক. মুহম্মদ আবদুল হাই, খ. মুহাম্মদ শহীদুল্লাহ, গ. মুহম্মদ এনামুল হক, ঘ. আহমদ শরীফ
উত্তর : , ঘ. আহমদ শরীফ
২৩১. ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!- এই বাক্যের কী-এর অর্থ-, ক. ভয়, খ. রাগ, গ. বিরক্তি, ঘ. বিপদউত্তর : , গ. বিরক্তি
২৩২. ঢাকের কাঠি- বাগধারাটির অর্থ-, ক. সাহায্যকারী, খ. তোষামুদে, গ. বাদক, ঘ. স্বাস্থ্যহীন লোক
উত্তর : , খ. তোষামুদে
২৩৩. রোহিনী-বিনোদিনী-কিরণময়ী- কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?, ক. বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন, খ. কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবী, গ. দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ, ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
উত্তর : , ঘ. কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
২৩৪. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?, ক. চণ্ডীমঙ্গল, খ. মনসামঙ্গল, গ. ধর্মমঙ্গল, ঘ. অন্নদামঙ্গল
উত্তর : , খ. মনসামঙ্গল
২৩৫. ইউসুফ জোলেখা- প্রণয়কাব্য অনুবাদ করেছেন-, ক. দৌলত উজির বাহরাম খান, খ. মাগন ঠাকুর, গ. আলাওল, ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তর : , ঘ. শাহ মুহম্মদ সগীর
২৩৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস- কোন নাটকের গদ্য অনুবাদ?, ক. মার্চেন্ট অব ভেনিস, খ. কমেডি অব এররস, গ. অ্যা মিডসামার নাইটস ড্রিম, ঘ. টেমিং অব দ্য শ্রু
উত্তর : , খ. কমেডি অব এররস
২৩৭. কখনো উপন্যাস লেখেন নি-, ক. কাজী নজরুল ইসলাম, খ. জীবনানন্দ দাশ, গ. সুধীন্দ্রনাথ দত্ত, ঘ. বুদ্ধদেব বসু
উত্তর : , গ. সুধীন্দ্রনাথ দত্ত
২৩৮. দুধেভাতে উৎপাত- গল্পগ্রন্থের রচয়িতা-, ক. শওকত ওসমান, , খ. জ্যোতিপ্রকাশ দত্ত, , গ. আখতারুজ্জামান ইলিয়াস, , ঘ. হাসান আজিজুল হক
উত্তর : , গ. আখতারুজ্জামান ইলিয়াস
২৩৯. আমার সন্তান যেন থাকে দুধেভাতে- এ প্রার্থণাটি করেছে-, ক. ভাঁড়ুদত্ত, , খ. চাঁদ সওদাগর , , গ. ঈশ্বরী পাটনী, , ঘ. নলকুবের
উত্তর : , গ. ঈশ্বরী পাটনী
২৪০. হ্ম-এর বিশ্লিষ্ট রূপ-
, ক. ক+ষ
, খ. ক+ষ+ণ
, গ. ক+ষ+ম
, ঘ. হ+ম
উত্তর : , ঘ. হ+ম
২৪১. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
, ক. কল্যাণীয়েষু
, খ. সুচরিতেষু
, গ. শ্রদ্ধাস্পদাসু
, ঘ. প্রীতিভাজনেষু
উত্তর : , ক. কল্যাণীয়েষু
২৪২. পেয়ারা- কোন ভাষা থেকে আগত শব্দ?
, ক. হিন্দি
, খ. উর্দু
, গ. পর্তুগিজ
, ঘ. গ্রিক
উত্তর : , গ. পর্তুগিজ
২৪৩. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-
, ক. দীর্ঘিকা, নদী, প্রণালী
, খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
, গ. গাঙ, তটিনী, অর্ণব
, ঘ. স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
উত্তর : , খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
২৪৪. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন-
, ক. ভবিষ্যত, ভৌগলিক, যক্ষ্মা
, খ. যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
, গ. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
, ঘ. ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত
উত্তর : , গ. স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
২৪৫. প্রাতঃরাশ-এর সন্ধি-
, ক. প্রাত+রাশ
, খ. প্রাতঃ+রাশ
, গ. প্রাতঃ+আশ
, ঘ. প্রাত+আশ
উত্তর : , খ. প্রাতঃ+রাশ
২৪৬. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-, ক. ক্রিয়াবাচক বিশেষ্য, খ. ক্রিয়া-বিশেষণ, গ. ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ, ঘ. ক্রিয়াবিভক্তি
উত্তর : , খ. ক্রিয়া-বিশেষণ
২৪৭. রামগরুড়ের ছানা- কথাটির অর্থ-
, ক. কাল্পনিক জন্তু
, খ. গোমড়ামুখো লোক
, গ. মুরগি, ঘ. পুরাণোক্ত পাখি
উত্তর : , খ. গোমড়ামুখো লোক
২৪৮. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?
, ক. ডিসেম্বর ১৬, ১৯৭১
, খ. ২৬ মার্চ, ১৯৭১
, গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
, ঘ. পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত
উত্তর : , গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
২৪৯. বামেতর- শব্দটির অর্থ-
, ক. বামচোখ
, খ. ডান
, গ. ইতর
, ঘ. বাম দিক
উত্তর : , খ. ডান
২৫০. প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন-
, ক. অশোক মুখোপাধ্যায়
, খ. জগন্নাথ চক্রবর্তী
, গ. মুহাম্মদ হাবিবুর রহমান
, ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর : , ক. অশোক মুখোপাধ্যায়
Tag:
sushanta paul,sushanta paul advise,motivational speech,sushanta paul short video,inspirational speech,sushanta paul motivational video,sushanta paul inspirational video,bcs,bangladesh civil service,sushanta paul suggestions,sushanta paul career adda video,bangla motivational video,sushanta paul bcs suggestion,career adda,bcs,জীবনের গল্প,story of life,সাহিত্য,literature,careeradda,
bcs preparation,bcs preliminary question solution,bcs bangla preliminary question solution (10th bcs-40th bcs),bcs preliminary preparation,41st bcs preparation,question and answer bangla,bcs tips,bcs preparation bangla,bcs mcq preparation bangladesh affairs,bcs exam preparation,bcs guideline,bcs preliminary ৪০ তম বিসিএস প্রশ্ন ও সমাধান,বি সি এস প্রশ্ন ও সমাধান,বিসিএস পরীক্ষার বাংলার প্রশ্ন ও সমাধান,bcs প্রশ্ন ও সমাধান,বিসিএস বাংলা পরীক্ষার প্রশ্ন ও উত্তর,
২৫১. নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ-
, ক. তীরে পৌঁছার ঝক্কি
, খ. সঞ্চয়ের প্রবৃত্তি
, গ. মুমূর্ষু অবস্থা
, ঘ. আসন্ন বিপদ
উত্তর : , খ. সঞ্চয়ের প্রবৃত্তি
২৫২. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
, ক. দ্বন্দ্ব সমাস
, খ. অব্যয়ীভাব সমাস
, গ. কর্মধারয় সমাস
, ঘ. নিত্য সমাস
উত্তর : , ঘ. নিত্য সমাস
২৫৩. বাংলা বর্নমালায় স্বরবর্ন কয়টি?
১৩ টি
১০ টি
১১ টি.
Ans : ১১ টি.
২৫৪.বাংলা সাহিত্যর আদি কবি কে?
কাহপা
চেগুনপা
লুইপা.
ভূসুকুপা
Ans : লুইপা
২৫৫.ততসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী?
চলিত রীতি
সাধু রীতি
মিশ্র রীতি
আঞ্চলিক রীতি
Ans : সাধু রীতি
২৫৬.বাংলা ভাষায় প্রথম ব্যাকরন রচনা করেন কে?
অক্ষয় দত্ত
মার্স ম্যান
ব্রাসি হেলহেড
রাজা রামমোহন
Ans : রাজা রামমোহন
২৫৭.ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি?
সাত সাগরের মাঝি.
পাখির বাসা
হাতেমতাই
নৌফেল ত্ত হাতেম
Ans : সাত সাগরের মাঝি.
২৫৮.প্রাচিনতম বাঙ্গালি মুসলমান কে?
আলাত্তল
সৈয়দ সুলতান
মুহম্মদ খান
শাহ মুহম্মদ সগীর.
Ans : শাহ মুহম্মদ সগীর.
২৫৯.চাচা কাহিনীর লেখক কে?
সৈয়দ শামসুল হক
শত্তকত ত্তসমান
সৈয়দ মুজতবা আলি.
ফররুখ আহমেদ
Ans : সৈয়দ মুজতবা আলি
২৬০.মুসলমান নারী জাগরনের কবি কে?
ফজিলাতুন্নাছা
ফয়জুন্নেছা
বেগম রোকেয়া
সামসুন্নাহার
Ans : বেগম রোকেয়া
২৬১. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?২৬9.বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
প্রভু যিশুর বাণী
কৃপার শাস্ত্রের অর্থবেদ.
ফুলমনি ত্ত করুনার বিবরন
মিশনারি জীবন
Ans : কৃপার শাস্ত্রের অর্থবেদ.
২৬২.কবি আলাত্তলের জন্মস্থান কোনটি?
ফরিদপুরের সুরেশ্বর
চট্রগ্রামের জোবরা.
বার্মার আরাকান
চট্রগ্রামের পটিয়া
Ans : চট্রগ্রামের জোবরা
২৬৩.অনল প্রবাহ রচনা করেন?
সৈয়দ ইসমাইল সিরাজি
মোজাম্মেল হক
এয়াকুব আলি চৌধুরী
মুনিরুজ্জামান ইসলামাবাদি
Ans : সৈয়দ ইসমাইল সিরাজি
২৬৪.অগ্নিবাণী কাব্যের প্রথম কবিতা কোনটি?
ধূমকেতু
বিদ্রোহী
প্রলয়োল্লাস.
অগ্রপথিক
Ans :প্রলয়োল্লাস
২৬৫. বাংলা সাহিত্য কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশী?
কল্লোল
সবুজপত্র.
বঙ্গদর্শন
কালিকলম
Ans :সবুজপত্র
২৬৬.জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ?
জন+ইক
জন+এক(
জনৈ+এক
জন+ঈক
Ans : জন+এক(
২৬৭.বাক্যের তিনটি গুন কি কি?
আকাংখা-আসক্তি-বিধেয়
আকাংখা-আসক্তি-যোগ্যতা
আকাংখা-উদ্দেশ্য-বিধেয়
কোনটিই নহে
Ans : আকাংখা-আসক্তি-যোগ্যতা
২৬৮. একাত্তরের চিটি কোন জাতিয় রচনা?
মুক্তিযুদ্দের বিবরন
মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস
মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
ভিন্নধর্মী ডায়েরী
Ans : মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
২৬৯. বাংলা একাডেমি কোন বছর প্রতিস্টিত হয়?
১৯৫৫ খ্রি.
১৩৫৫ বঙ্গাব্দ
১৯৫২ খ্রি.
১৩৫২ বঙ্গাব্দ
Ans : ১৯৫৫ খ্রি.
২৭০. সনেট কবিতার প্রবর্তক কে?
দ্বিজেন্দ্র লাল রায়
রজনীকান্ত সেনদ
মাইকেল মধুসুধন দত্ত
অতুল প্রসাধ সেনদ
Ans : মাইকেল মধুসুধন দত্ত
২৭১. সমাস ভাষাকে কি করে?
সংক্ষেপ করে
বিস্তৃত করে
অর্থপুর্ন করে
অর্থের রুপান্তর ঘটায়
Ans : সংক্ষেপ করে
২৭২. চর্চাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?
বাকুড়ার এক গৃহস্থলির গোয়াল ঘর থেকে
আরাকান রাজগ্রন্থ থেকে
নেপালের রাজগ্রন্থশালা থেকে– (Ans)
সূদুর চীন দেশ থেকে
২৭৩. মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?
বিজয়গুপ্ত
ভারতচন্দ্ররায়গুণাকর –(Ans)
মুকুন্দরাম চক্রবর্তি
কানাহরি দত্ত
২৭৪. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
নবদ্বীপের
মিথিলার– (Ans)
বৃন্দবনের
বর্ধমানের
২৭৫. শ্রীকৃষ্ণ কাব্যর বড়াই কোন ধরনের চরিত্র?
শ্রী রাধার ননদিনী
শ্রী রাধার শাশুড়ি
রাধাকৃষ্ণের প্রেমের দূতি– (Ans)
জনৈক গোপবালা
২৭৬. লোকসাহিত্য কাকে বলে?
গ্রামীন নরনারীর প্রনয় সংবলিত উপাখ্যানকে
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে– (Ans)
গ্রামীন অশিক্ষিত ত্ত অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
২৭৭. বাংলা সাহিত্য কখন গদ্যের সুচনা হয়?
নবম শতকে
ত্রয়োদশ শতকে
ষোড়শ শতকে
উনিশ শতকে– (Ans)
২৭৮. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
দিক দর্শন– (Ans)
সংবাদ প্রভাকর
তত্তবোধিনী
বঙ্গদর্শন
২৭৯. ইয়ং বেঙ্গল কি?
বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালী যুবক– (Ans)
একটি সাহ্যিতক গোস্ঠির নাম
একটি সাময়িক পত্রের নাম
২৮০. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
বুড়ো শালিকের গাড়ে রো
বিয়ে পাগলা বুড়ো– (Ans)
কিঞ্চিত জলযোগ
জলযোগ
২৮১. মীর মোশারফ হোসেনের নাটক কোনটি?
নটির পুজা
বেহুলা — (Ans)
নবীন তপস্বীনি
গীতাভিনয়
কৃঞ্চকুমারি
২৮২. কোলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
১৮১৭ সালে
১৮৩২ সালে
১৮৫২ সালে
১৭৫৩ সালে– (Ans)
২৮৩. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
একরাত্রি
নষ্ঠনীড়
ক্ষুধিত পাষাণ — (Ans)
ক্ষুধিত
২৮৪. বাংলা সাহিত্যর প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
মোতাহার হোসেন
ইসমাইল হোসেন সিরাজি
মীর মোশাররফ হোসেন– (Ans)
ফররুখ আহমেদ
২৮৫. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
মাহে নত্ত
সত্তগাত
ধূমকেতু– (Ans)
কালিকলম
২৮৬. জীবনান্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি?
ধূসর পান্ডলিপি
কবিতার কথা– (Ans)
ঝরা পালকের ক
২৮৭. ’সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
ফররুখ আহমেদ– (Ans)
আব্দুল কাদির
বন্দে আলি মিয়া
২৮৮. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
অগ্নীসাক্ষী
চিলেকোঠার সেপাই
আরেফ ফাল্গুন — (Ans)
অনেক সুর্যের আশা
২৮৯. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
শঙ্খনীল কারাগার
কাটাতারে প্রজাপতি
জাহান্নাম হতে বিদায়– (Ans)
আর্তনাদ
২৯০. শত্তকত ত্তসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন?
বনি আদম
জননী
চৌরসন্ধি
ক্রিতদাসের হাসি– (Ans)
২৯১. ’উপরোধ’ শব্দের অর্থ কি?
প্রতিরোধ
উপস্থাপন
অনুরোধ — (Ans)
উপযোগি
bcs bangla,bangle literature,bcs bangle literature,bangle for bcs,bcs preparation bangla,bcs bangle preparation,bangle grammar for bcs,বাংলা ভাষা ও সাহিত্য,মডেল টেস্ট বিসিএস প্রিলিমিনারি,৪০ বিসিএস প্রিলিমিনারি,bcs preliminary exam,bcs preli exam tips,বিসিএস প্রস্তুতিঃ,বিসিএস,bcs preparation,bcs preliminary preparation,বিসিএস প্রিলিমিনারি,বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি,bcs preliminary,bcs suggestion,বিসিএস প্রস্তুতি,