ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার বিশেষ বাহিনীর সেনাদের ‘বীরত্বের’ প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানায়।আজ রোববার পুতিন রুশ বিশেষ বাহিনীর সেনাদের পেশাগত ছুটির দিনে ইউক্রেনে তাঁদের লড়াইকে ‘বীরত্বের’ সঙ্গে তুলনা করে সেনাদের অভিনন্দিত করেন।পুতিন টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন, তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যাঁরা এখন দনবাসের (ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই স্বঘোষিত প্রজাতন্ত্র নিয়ে গঠিত দনবাস অঞ্চল) প্রজাতন্ত্র দুটির জনগণকে সহায়তা প্রদানের জন্য বিশেষ এক অভিযানের সময় বীরত্বের সঙ্গে তাঁদের সামরিক দায়িত্ব পালন করছেন।
এদিকে পৃথক বিবৃতিতে রুশ সংবাদ সংস্থাগুলোকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আরও বলেছেন, আলোচনা করার জন্য ইতিমধ্যে মস্কো থেকে একটি প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে।পুতিনের নির্দেশে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সৈন্যরা। ইতিমধ্যে ইউক্রেনের চারটি শহর দখলে নিয়েছেন তাঁরা।আজ রোববার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে তাঁদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।